অতঃপর স্বপ্নেরা

ভালো থাকুক আমার স্বপ্নেরা….
সুখে থাকুক তারা…
শান্তিতে বসবাস করুক তাদের পরিবার নিয়ে।
এক প্রজন্ম থেকে অন্য প্রজন্ম,
জন্মদানের মাধ্যমে তারা বেচে থাকুক আমার মস্তিষ্কের নিউরনে।
সুন্দর স্বপ্নগুলাকে এই বিভৎস বাস্তবে এনে,
আমি ওদের নষ্ট করতে চাই না।
কারন, আমি দেখছি ওদের করুণ মৃত্যু।
আমার সহ্য হয়নি।
আবগের ছোট্ট ছোট্ট অনু দিয়ে যেইটার সৃস্টি,
যেইটার লালনে পরিস্ফুটিত হয় মানব হৃদয়,
এইরকম মৃত্যই কি তদের প্রাপ্য??
তার চাইতে বরং ওরা বেড়ে উঠুক আপণ আকারে
আমার মস্তিষ্কের মাঝে।

১,৫৬২ বার দেখা হয়েছে

১৭ টি মন্তব্য : “অতঃপর স্বপ্নেরা”

  1. জুনায়েদ কবীর (৯৫-০১)

    অভ্র 'স্পেল চেকার' এ পুরো লেখাটা ফেলে দিয়ে চেক কর। আকার,এ কার জনিত ভুলগুলো বাদে বাকি সব ঠিক হয়ে যাবে।


    ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ

    জবাব দিন

মওন্তব্য করুন : হোসনে মোবারক (০৪-১০)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।