শিরোনামহীন

ব্লগ লেখার অভ্যাস আমার একেবারেই নেই। লিখতে আমি পারিও না। সব ব্লগারদের লেখা মুগ্ধ হয়ে পড়ি আর মন খারাপ করি যে আমি ওদের মত যদি লিখতে পারতাম।

মাঝে মাঝে লিখতে ইচ্ছা করলেও সাহস পাইনি। আমার লেখার যে অবস্থা। কাচ্চি বিরিয়ানিতে সালাদের পানির মত, সিসিবির বাঘা বাঘা ব্লগারদের মধ্যে একেবারেই বেমানান।

কাল রাত থেকে অনেকবার ব্লগে ঢুকে দেখেছি যে কেউ খবরটা দিল কি না।

কিন্তু দেখলাম কারও মনে হয় মনে নেই।

সাহস করে তাই নিজেই এই অখাদ্য লেখার মাধ্যমে সবাইকে মনে করিয়ে দিচ্ছি, সারাক্ষন খাপো খাপো করে যে মাসরুফ ওরফে মাস্ফু তার আজ জন্মদিন।

HAPPY BIRTHDAY মাসরুফ।

১,৭৯৯ বার দেখা হয়েছে

২৫ টি মন্তব্য : “শিরোনামহীন”

  1. মাসরুফ (১৯৯৭-২০০৩)

    ইয়ে মানে,বসের মনে হয় এইটা পরথম লেখা 😀 সিনিয়র মানুষ তাই মনে করায় দিতেও ডর লাগে 🙁 ব্লগ প্রিন্সিপাল আসলে একটু সাবধানে থাইকেন ভাইয়া-খুবই খতরনাক লোক 🙁 🙁

    জবাব দিন
  2. আহ্সান (৮৮-৯৪)

    ইফতেখার ভাই,
    শুরু যখন কইরাই ফালাইছেন, আর থাইমা কি করবেন? আমরা ভাই গরীব মানুষ...কাচ্চি বিরিয়ানী লাগবেনা..সালাদের পানি হইলেই চলবে... 😀 চালাইয়া যান...। তাকাইয়া রইলাম সামনের দিকে (যেইখানে আপনি সালাদ বানাইতেছেন ঐদিকে আরকি)...

    জবাব দিন
  3. মাঝে মাঝে লিখতে ইচ্ছা করলেও সাহস পাইনি। আমার লেখার যে অবস্থা। কাচ্চি বিরিয়ানিতে সালাদের পানির মত, সিসিবির বাঘা বাঘা ব্লগারদের মধ্যে একেবারেই বেমানান।

    আহা কি বিনয় . . .
    মাস্ফ্যু ভাই তো বলেই দিছেন, সালাদের মত উপমা যিনি দিতে পারেন, তার লেখার হাত নিয়ে কোশ্চেন তুলা ৩০২ ধারার অপরাধ। লেখার গাড়ি যখন ছাড়ছেন, এই বার টান দেন...
    হেপি বাড্ডে মাস্ফ্যু ভাই

    জবাব দিন
  4. দিহান আহসান

    আবারো শুভ জন্মদিন ম্যাশ পটেটো 🙂

    ইফতেখার ভাইয়া স্বাগতম, আর থামাথামি নাই, লেখা শুরু করে দেন।
    আহসান ভাইয়ার সাথে সহমত, সালাদের পানিই চল্বে আমাদের 😀

    জবাব দিন

মওন্তব্য করুন : Tutul Ahmed

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।