ছবির ধাধা (উইথ সলুসন)

সবার জন্য একটা ছবির ধাধা দিলাম। নিছের ২টা ছবির মধ্যে একটা মেসেজ আছে। মেসেজটা খুজে বের করতে হবে। সি,সি,আর, ১৯তম ইনটেকের ক্যাডেটদের এই ধাধা সল্ভ করা থেকে বিরত খাকার জন্য অনুরোধ করছি।

প্রথম ছবিঃ

দ্বিতীয় ছবিঃ

হিন্টঃ ছবির ভিউ অবশ্যই ১০০% হতে হবে মেসেজটা পড়ার জন্যে।

১৫ জন সারেন্ডার করলে সলুসন দেয়া হবে।

সলুসন

সলুসন ১
সবচেয়ে সহজ উপায় হল একটা ছবির উপর আরেকটা ছবি ড্র্যাগ করে আনা। অপেরা ইউজ করলে ড্র্যাগ করা যায়। IE তে যায় না।

সলুসন ২
তাছাড়া MS paint এ ১টা ছবির উপর আরেকটা ছবি transparent মুডে পেস্ট করলে মেসেজটা দেখা যাবে।

সলুসন ৩
আরেকটা উপায় হল ছবি ২টা সেম সাইজের ২ টা পেজে প্রিন্ট করে ১ টার উপর আরেকটা রাখতে হবে এবং আলোর দিকে ধরে দেখতে হবে। transparent পেজে প্রিন্ট করলে ভালমত দেখা যাবে। নরমাল পেজ হলেও কাজ চলবে।

সলুসন ৪
২ টা ছবি একটা নতুন ফোল্ডারে পেস্ট করে পর পর খুব কুইকলি একটার পর আরেকটা দেখতে হবে।

উপরের সব প্রক্রিয়াতে ছবির সাইজ অবশ্যই ১০০% হতে হবে। সবগুলো উপায়েই যদি ছবি ২টা ঠিকমত alignment করা হয় তাহলে মেসেজটি স্পষ্ট দেখা যাবে, আবছা না।

সলুসনটা দিয়ে দিলাম।

এভাবে একটি ছবিকে ২টি (বা দুই এর অধিক) ছবির মধ্যে লুকিয়ে রাখাকে বলে “Visual Secret Sharing”। “One time image” নামে একটি সফটওয়ার আছে এই কাজ করার জন্যে। নিচের লিঙ্ক থেকে সফটওয়ারটি ফ্রি ডাউনলোড করা যাবে।

http://www.r-hansen.com/tech/oti.html

Let’s make our own secret image.

সবশেষে,
সবাইকে ঈদের শুভেচ্ছা
লং লিভ সিসিবি

৫,১৬১ বার দেখা হয়েছে

৫৮ টি মন্তব্য : “ছবির ধাধা (উইথ সলুসন)”

  1. সায়েদ (১৯৯২-১৯৯৮)

    দুটো ছবিই পর্যায়ক্রমে চেঞ্চ করে করে দেখতে হবে... এ্যাম আই রাইট? চেষ্টা করে "সাবিইকে" কথাটি ধরতে পারছি। মনে হয় জুনায়েদ কবীরই ঠিক।
    সল্যুশন পাবার আগে আবার ট্রাই দিই...দেখি পারি কিনা... :dreamy:


    Life is Mad.

    জবাব দিন
  2. বাহলুল (৯৩-৯৯)

    ২৪ ঘন্টা হোক, তারপর সলুশন দিব। কারন সবাই ধাধাটা এখনো পরে নাই। কমেন্টে অবস্য ২/১ জন বলে দিছে কিভাবে সল্ভ করতে হবে। আমি কালকে বিস্তারিত জানাবো। ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে ক্যাডেট আছে। তাই সবার জন্য ১ দিন দেয়া প্রয়োজন।

    জবাব দিন
  3. তৌফিক (৯৬-০২)

    বাহলুল ভাই, ছবিটা জেনারেট করলেন কেমনে? আমিও ইমেজ প্রসেসিং নিয়া কাজ করি, তবে ওইটা কম্পুটার রিলেটেড না, নিতান্তই প্রডাকশন আর ম্যানুফ্যাকচারিং এর জিনিসপাতি।

    জবাব দিন
  4. তৌফিক (৯৬-০২)

    সমাধান

    প্রথম ছবি + দ্বিতীয় ছবি = সমাধান (কালার লেভেল ৮ বিটে নরমালাইজ করা।)

    বাহলুল ভাইঃ জ্যাঠামি পছন্দ না হইলে অতি অবশ্যি কমেন্টটা মুছে দিবেন। 🙂

    জবাব দিন
  5. সায়েদ (১৯৯২-১৯৯৮)

    এই আইটেমটা খুব পছন্দ হয়েছে। মাথা খাটানোর স্কোপ যেমন আছে তেমন আছে কে প্রথম সল্যুশন পারল বা কিভাবে পারল সেটা জানার টনটনে উত্তেজনা। বোধকরি অল্পসময়ে সবচাইতে বেশিবার ছবি এবং মন্তব্যগুলোতে চোখ বুলিয়েছি।
    এরকম আরও আশা করছি।


    Life is Mad.

    জবাব দিন

মওন্তব্য করুন : তৌফিক (১৯৯৬-২০০২)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।