সূচনা

এটাই আমার শুরু এইখানে |
দারুন ফান হবে মনে হচেছ | :awesome:

৩,৫৪৫ বার দেখা হয়েছে

৪১ টি মন্তব্য : “সূচনা”

  1. জুনায়েদ কবীর (৯৫-০১)

    আজাদ ভাই, একটা কথা না বলে পারলাম না- আপনি যদি ভেবে থাকেন এখানে অনেক ফান হবে...তবে, আপনি ঠিকই ভেবেছেন... :awesome: :awesome: :awesome:

    ব্লগে স্বাগতম... :clap: :clap: :clap:


    ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ

    জবাব দিন
  2. রহমান (৯২-৯৮)

    আজাদ, ব্লগে স্বাগতম

    পাবনা কিন্তু এখানে সবচেয়ে পিছিয়ে আছে। তোমার কলেজের আরো ক্যাডেটদের এখানে নিয়ে আস। বেশি করে এখানে লিখ, তাহলে বাংলা লেখার হাতও চলে আসবে এবং সেই সাথে বেশি করে ফানও হবে 🙂

    শুভ লেখালেখি

    জবাব দিন
  3. ইউসুফ (১৯৮৩-৮৯)

    ইয়ে আজাদ, জুনায়েদ আর রকিব তোমাকে এখানকার ফরমালিটিস সম্পর্কে কি যেন বলবে। ততক্ষন পর্যন্ত :just: একটু থাক।

    জুনায়েদ আর রকিব: এখনো এ্যাকশন শুরু হয় নাই! x-( x-( x-(

    অনটপিক: ব্লগে স্বাগতম, লিখে যাও

    জবাব দিন
  4. সাকেব (মকক) (৯৩-৯৯)

    আজাদ,
    স্বাগতম...
    তোমার বন্ধু কামতাজের উপদেশটা মনে থাকে যেন...

    আর পাকনা পোলাপান আছে কিছু। এদেরকে দেখলেই রগড়াবি। যেমন ধরঃ জুনা

    :thumbup: :thumbup: :thumbup:


    "আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
    আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"

    জবাব দিন
  5. আজাদ (৯৪-০০)

    ক্যাডেটরা আসোলেই ইস্পেশাল |
    আমি ভাবছিলাম ২-৩ দিন পরপর লগ ইন করলেই চলবে |
    কিন্তু এত্তো মন্তব্য দেখে মনে হচ্ছে ২-৩ ঘন্টা পরপর না আসলে আপডেট থাকা যাবে না |

    জবাব দিন

মওন্তব্য করুন : রাব্বি (১৯৯৮-২০০৪)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।