ফৌজি ভালোবাসা

আমার হাটুর নিউরনের কম্পনে
কেঁপে যাও তুমি সারাদিন,
দুটি মাথার মিলিত আবেগে
ভেসে থাক তুমি নিশিদিন।

বাদরের ডালে, মাথা দিয়ে ঝুলে
মনে পড়ে তোমায় কত,
নফুট ওয়ালে, মনের খেয়ালে
ভাবি তোমায় অবিরত।

বিউগলের ঘুঙুর পায়ে,
নেচে যাও রোজ প্রভাতে,
ধীরে আর জোরে, ডাইনে আর বায়ে,
সালাম করি তোমাতে।

দুটি মোটে মাথা দিয়ে
ভালোবাসি অসিমেরো দ্বিগুন,
এসো এসো প্রিয়তমে
আচান করে যে খাকি মন।

[শুধু মজা করে লেখা, ফৌজি ভাই বোনেরা কিছু মনে করবেনা আশা রাখি]

১,৮৬১ বার দেখা হয়েছে

২৫ টি মন্তব্য : “ফৌজি ভালোবাসা”

  1. তাইফুর (৯২-৯৮)

    জীবনে প্রথম কোন লেখায় ১ দাগাইলাম ...
    ইদানিং কি "কোয়ান্টিটি নয় কোয়ালিটি" বিষয়টি আর অনুসরণ করা হচ্ছে না ??

    আমার বদনায় পড়ে তোমার ছায়া,
    তোমারে ভুলিনা পারিনা আমি,
    কমোডের ফ্লাস সব হয়ে যায় ঘাস
    ছাগল হয়ে খেয়ে যাও তুমি।


    পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
    মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥

    জবাব দিন

মওন্তব্য করুন : রকিব (০১-০৭)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।