একটা গান চাই

একটা গান চাই, গান।
সংগ্রামের কথা বলার গান,
বন্ধুর পথে চলার গান,
ক্ষুদিরামের মত মরার গান,
সমাজ জীবন থেকে সরার গান,
শক্ত শেকড় থেকে নড়ার গান,
মুক্তির আরোহণে চড়ার গান।

একটা গান চাই, গান।
সকল প্রেমকে মিছে বলার গান,
অনুভূতিদের পিষে ফেলার গান,
সত্যি ভালোবাসার খরার গান,
নষ্ট পিশাচদের মরার গান,
গরীব মানুষদের জরার গান,
মনুষ্যত্বের ঝরে পড়ার গান।

একটা গান চাই, গান।
না বলা অনুভূতিকে বলার গান,
হতাশাকে ভুলে নব-চলার গান,
নিভু নিভু আগুনের জ্বলার গান,
সত্য নিষ্ঠ এক গলার গান,
ভেঙে পড়া তরুণের জাগার গান,
অভাগীর মনে ভালো লাগার গান।

একটা গান চাই, গান।
শক্ত শেকড় থেকে নড়ার গান,
মুক্তির আরোহণে চড়ার গান।

৫০৯ বার দেখা হয়েছে

৩ টি মন্তব্য : “একটা গান চাই”

মওন্তব্য করুন : মেহেদী হাসান (১৯৯৬-২০০২)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।