অল্প কিছু কথা ….

ক্যাডেট কলেজ ব্ল‍গ-এ এটাই আমার প্রথম লেখা। আমি পাবনা ক্যাডেট কলেজের ২২তম ব্যাচের(৯৯-০৫) ক্যাডেট আসিফ। কিন্তু প্রবলেমটা হচ্ছে আমি বাংলা টাইপিং-এ খুব দুর্বল। এইটুকু লিখতে আমার ৫ মিনিটের বেশি সময় লেগেছে।বাকিটুকু লিখতে কতোক্ষণ লাগবে আল্লাহই মালুম।

যাইহোক, কলেজের কথা খুব মনে পড়ে। কি শয়তানটাই না ছিলাম। এটা তো আর আমার দোষ না। ক্যাডেট কলেজের দোষ। ক্যাডেট কলেজের পোলাপাইন মানেই তো একেকটা সাক্ষাত শয়তানের চ্যালা।
অনেকদিন হলো কলেজের বন্ধুরা এক হওয়া হয় না। সাইদ অস্ট্রেলিয়া থেকে ফিরেছে। সেই সুবাদে আজ বিকালে অনেকের সাথেই দেখা হবে। আবার যদি ‍কলেজের সেই দিনগুলো ফিরে পেতাম। সেই দিনগুলো …………………….

১,৩৩৯ বার দেখা হয়েছে

২২ টি মন্তব্য : “অল্প কিছু কথা ….”

  1. আমিন (১৯৯৬-২০০২)

    প্রথম লেখা বলে ছোট পোস্ট দেয়া হয়তো ক্ষমা করা গেলো। ভাইয়া পরের ব্লগ গুলো বড় দিও। বাংলা লেখা কঠিন না খুব আমি নিজে ভালো মত ইংরেজি টাইপ করতে শিখার আগে বাংলায় টাইপ করা শিখেছি। সো কিপ ট্রায়িং। রেগুলার কমেন্ট করতে থাকো বাংলায়। বাংলা টাইপ আয়ত্ত্বে এসে যাবে।

    আর হ্যা প্রথ ব্লগ লিখলে একটা নিয়ম আছে। সেই নিয়ম অনুযায়ী শুরু করে দাও।

    জবাব দিন
  2. আছিব (২০০০-২০০৬)

    :(( না খেলমু না বস............আপনি টাইপ করতে ১০ দিন লাগান,নো সমেস্যা.........।তয় আমরা স্টার্টিং দেইখা ভাবছি বড় লেখা......।কিন্তু দুই পল্ক না ফালাইতেই লেখা শেষ!! 😮 😮
    আশা করি......১০টার জায়গায় ২০টা দেয়ানো হবে আপনাকে :grr:

    জবাব দিন
  3. আশহাব (২০০২-০৮)

    সুস্বাগতম 😀 তয় পিন্টু ভাইয়ের সাথে সহমত :grr:
    আশা করি……১০টার জায়গায় ২০টা দেয়ানো হবে আপনাকে :grr: 😀
    প্রথম লিখলেও খারাপ না ভাই, আশা করি এর পর থেকে আরো বড় পোস্ট দিবেন :thumbup: :boss:


    "Never think that you’re not supposed to be there. Cause you wouldn’t be there if you wasn’t supposed to be there."
    - A Concerto Is a Conversation

    জবাব দিন
  4. আহসান আকাশ (৯৬-০২)

    aobc-২৬ এর আসিফ মনে হচ্ছে!!! ব্লগে স্বাগতম, কিন্ত পরবর্তীতে এত ছোট লেখা দিলে খবর আছে।


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন
  5. কামরুল হাসান (৯৪-০০)

    এই রাব্বি
    এই পোলাডারে ব্যানারের পিছন থেইকা ভালো মত ডলা দিয়া আনতো। আশরাফুলের ইনিংসের মতো ছোট একটা লেখা দিছে তারমধ্যে তিন লাইন আবার নিজের পরিচয়। x-(
    বডি থেইকা সিভিল পানি বাইর করা আন।


    ---------------------------------------------------------------------------
    বালক জানে না তো কতোটা হেঁটে এলে
    ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।

    জবাব দিন
  6. আহমদ (৮৮-৯৪)

    আরে এই পোলাডা দেখি ব্লগ লিখ্যাই পালাইছে।
    কেউ অরে ধইরা নিয়া আইসা প্রিসু স্যারের অনারে ১০টা + পিচ্চি ব্লগ লেখার জন্য আরো ১০টা + ব্লগ লিখ্যাই হাওয়া হয়ে যাবার জন্য আরো ১০টা :frontroll: দেওয়াইয়া নিয়া আস তো x-(

    অফ টপিকঃ ব্লগে স্বাগতম :hug:


    চ্যারিটি বিগিনস এট হোম

    জবাব দিন
  7. ব্লগে স্বাগতম দোস্ত :hug: :hug: । কিন্তু সকল সিনিয়র স্যারদের কাছে আবেদন, একে এখনি ব্লগের সবগুলা পোস্টে দুইটা করে কমেন্ট করার ডিসপোজাল লাগান। এক্কেবারে সব টাইট হয়ে যাবে :grr: :grr: :grr: । ( কোর্সমেট বইলা কিছু বলতে পারলাম না 😡 😡 :khekz: :khekz: ) (সম্পাদিত) (সম্পাদিত)

    জবাব দিন
  8. মেহবুবা (৯৯-০৫)

    আসিফ,
    ক্যাডেট কলেজের অনেক দোষ তাইতো এত এত বছর পরও আমরা একসাথে হলে পাগল হয়ে যাই।প্রতিদিন কত নতুন মানুষ আসে আমাদের জীবনে তাও সেই দোষী মানুষগুলাকে ভুলাতে পারেনা বরং আরো বেশি মিস করি।
    এইখানে আসলে মনে হয় নিজের জায়গা।যদিও আমি খুবি কম আসি।
    লেখার জন্য ধন্যবাদ।আমি বাংলা লেখার ভয়ে কিছু লিখিনা।

    জবাব দিন
  9. ওহ... আমি ভাবছিলাম, মির্জাপুরের আসিফ (৯৯-০৫) আবার নিজের পরিচয় দিলো ক্যান :grr: :grr: :grr:

    বাহ, ৯৯-০৫ ব্যাচে দুইটা আসিফ হয়া গেল।
    একটা তুই আরেকটা মির্জাপুরের আসিফ (৯৯-০৫)

    ব্লগে স্বাগতম দোস্ত। প্রিন্সিপাল স্যার উত্তরবঙ্গ-দক্ষিণবঙ্গ ট্যুরে গেছে, তাই বইলা :frontroll: :frontroll: :frontroll: এ ফাঁকি মারিস না কইলাম।

    জবাব দিন

মওন্তব্য করুন : জুনায়েদ কবীর (৯৫-০১)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।