রাযীনের জন্মদিনের সকাল

তোর মিষ্টি ডাকে ভেঙ্গে গেল ঘুম
সোহাগ দিয়ে আদর করে কপোলে দিয়ে চুম-
বললি, “মাগো নাইবা গেলাম স্কুল”,

“ক’রনা এমন ভুল!
বড় তোমায় হতেই হবে…
ইসকুলটা কামাই দিলে
তুমি খানিক পিছিয়ে যাবে।”

জেদ ধরলে তুমি
দিলাম কষে চড়!
ভাবলে বুঝি আম্মুটা আজ হয়েই গেল পর।

লক্ষী,মানিক,সোনা আমার বুঝিস্ নে ভুল তুই
কথায় কথায় ঠোঁট ফুলালে আমি যে যাই কই!
আজ বয়স হল তোর সাত, শুভ জন্মদিন!
জীবনে যেন এগিয়ে যাস পংকিলতাহীন।
তোকে ঘিরে সব স্বপ্ন আমার, ভাবি বসে দিবারাত-
অশ্রুকনায় শুকরিয়া করি হাত তুলে মোনাজাত।

আমার মা ও দুটি ছানা

১,৪৩৫ বার দেখা হয়েছে

১৯ টি মন্তব্য : “রাযীনের জন্মদিনের সকাল”

  1. আয়েশা ( মগকক) আয়েশা

    ধন্যবাদ রবিন।
    কিন্তু আজ আসলে ওর জন্মদিন না। লিখাটা অবশ্য ওর জন্মদিনেই লিখেছিলাম। আমার অতি আহ্লাদী বাচ্চাটা জন্মদিনে স্কুল যেতে চাইছিলনা, ওকে থাপ্পর দিয়ে স্কুলে পাঠিয়েছিলাম। ওকে স্কুলে ড্রপ করে দিয়ে এসে আমার এত খারাপ লাগছিল যে নিজেকে খুব অপরাধী মনে হচ্ছিল....ঠিক তখনিই লিখাটা লিখে ফেললাম।এটা কোনো কবিতা লিখার জন্য লিখিনি,সম্পূর্ণই আমার মনের কথা।কবিতা টা যেদিন ফেসবুকে দিয়েছিলাম সেদিন বিকেলে এক ভাবি আমার কবিতাটা পড়ে আবেগে আপ্লুত হয়ে কাঁদতে কাঁদতে রিং দিল;(তারও দুটো ছেলেমেয়ে আছে) বাচ্চার ভালোর জন্য সেও বাচ্চার প্রতি মাঝে মাঝে অনেক কঠোর হয়ে যায় ব'লে সে জানায়।তাই ভাবলাম লিখাটা বুঝি মন্দ হয়নি, সিসিবি তে পাঠিয়ে দেই। কিন্তু এখন দেখছি ভরাডুবি হয়েছে আমার.....! :grr: কে যেন পাঁচ এ তিন রেটিং করে গেছে! :(( :(( :(( :((

    জবাব দিন
  2. কামরুল হাসান (৯৪-০০)

    বাহ, দারুন ।
    অনেক মমতা নিয়ে লিখেছেন সেটা কিছুটা বুঝতে পারছি।
    মামা-দুইটাই হেভি হ্যান্ডসাম। অনেক আদর।


    ---------------------------------------------------------------------------
    বালক জানে না তো কতোটা হেঁটে এলে
    ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।

    জবাব দিন
  3. জুনায়েদ কবীর (৯৫-০১)

    কি আর এমন হইত একদিন স্কুলে না গেলে? 🙁
    সিসিবির প্রিন্সিপ্যাল স্যাররে দিয়া আপনারে পাঙ্গানোর ব্যবস্থা করতে হইব... :grr:

    জোক্স এপার্ট-কবিতাটা খুব ভাল লাগল... :thumbup:
    রাযীন, সামীনের জন্য অনেক অনেক আদর... ;;)


    ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ

    জবাব দিন
    • আয়েশা ( মগকক) আয়েশা

      এত্ত বড় স্পর্ধা! সিনিয়ারের নামে প্রিন্সিপাল সারের কান ভরবা? তুমি এক্ষুনি আমার dorm এ আস, খবর আছে তোমার! :gulli2: :gulli2:
      আচ্ছা থাক......... মনটা এখন একটু শান্তি পাচ্ছে,
      আমার গড় রেটিং টা ভালো হইসে এখন :awesome: ....যাও আজকের মত ক্ষেমা দিলাম।

      জবাব দিন
      • সাবিহা জিতু (১৯৯৩-১৯৯৯)
        তুমি এক্ষুনি আমার dorm এ আস, খবর আছে তোমার!

        =)) :khekz: :khekz: :khekz:
        আমারেও সাথে নিস, সিনা 😡 :gulli2: :gulli2:
        ইসসসস...। কত্ত দি যে জুনিয়ার পাঙ্গাই না :goragori: :goragori:


        You cannot hangout with negative people and expect a positive life.

        জবাব দিন
        • আয়েশা ( মগকক) আয়েশা

          😀 হুম অবশ্যই ডাকব, মিলে মিলে পান্গানোর মজাটাই আলাদা। 😉
          শোন, তোকে একটা মজার অভিজ্ঞতার কথা বলি, ১৯৯৫ সালে ঢাকায় হঠাৎ করে এক মেয়ের সাথে আমার দেখা হয়ে যায়।কলেজফেরত মেয়েটি ছিল লাল হাউসের এবং আমাদের ঠিক এক ব্যাচ জুনিয়র।মেয়েটি প্রথম সাতদিন কলেজ থাকার পর দ্বিতীয়বার আর কলেজ ফেরত যায়নি, ওর সাথে চখাচখি হলে আমি মিষ্টি হেসে জিগ্গেস করলাম, "আরেহ তুমি X না ?"
          মেয়েটি বলল, "হুম"। আমি ফের ভদ্রতার খাতিরে বললাম, "কেমন আছ তুমি?" মেয়েটি আমাকে পুরো হতভম্ব করে দিয়ে মুখ ভেংচি কাটল 😕 , তখন আমার বুঝতে বাকি নেই যে, ওর সাথে আমার নিজের কোনো ব্যাক্তিগত বিরোধ না হলেও ওর জন্য আমাদের ব্যাচ এর পাঙানো টা একটু ওভারডোয হয়ে গিয়েছিল। ঘটনাটা থেকে একটা শিক্ষা গ্রহণ করেছি সেদিন, সময় ছোট বড় সবারই আসে।

          জবাব দিন

মওন্তব্য করুন : ওয়াহিদা নূর আফজা (৮৫-৯১)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।