জনৈক মুক্তিযোদ্ধা বলছি……

সিগারেট চায়ের মিশ্র চুম্বনে
যে জ্বালা চোখে জল আনে-
মাথার ভিতর ফাঁপা কোন স্বরে
ডেকে যাওয়া এক দেশের নামে,
কলমের ডগায় না বলা কথা-
কাগজের বুকে ফেরি করা, এক মিথ্যে ফেরিওয়ালা-
প্রাণের কাঁদন যে সুরে হয়ে যায় গান
এই পাতা ঝরার মৃত সেই সুরে, শুধু হতাশা-
ভাঙ্গাচোরা-পোড়া এই দেশটার তরে,
আমি হৃদয় পেতে দেই, সব ব্যথা নিয়ে নেই পাঁজরে।।

আপন লোহিত নিজ হাতে নিয়ে
নিরুত্তাপ লালটাকে সবুজ লজ্জায় ঢেকে-
মেঘলা নীল, হেমলকের ছায়ায়
যে চেতনা অসাড় হয়ে আছে-
বিবেকের অনিকেত ঐ প্রান্তরে
জানি না, জানি না কেন এই মৃতের ছুটে চলা-
শত অপমান, শত নিরাশায় তবুও কি এক বিস্ময় ঘোরে
আমি হৃদয় পেতে দেই, সব ব্যথা নিয়ে নেই পাঁজরে।।

১,৫৪২ বার দেখা হয়েছে

২০ টি মন্তব্য : “জনৈক মুক্তিযোদ্ধা বলছি……”

    • কিবরিয়া (২০০৩-২০০৯)

      কি হইতেই পারে না?
      বুঝলাম না।:-/


      যেমন রক্তের মধ্যে জন্ম নেয় সোনালি অসুখ-তারপর ফুটে ওঠে ত্বকে মাংসে বীভৎস ক্ষরতা।
      জাতির শরীরে আজ তেম্নি দ্যাখো দুরারোগ্য ব্যাধি - ধর্মান্ধ পিশাচ আর পরকাল ব্যবসায়ি রূপে
      - রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ

      জবাব দিন
        • কিবরিয়া (২০০৩-২০০৯)
          চিকন চাকন

          নেক্সট টাইম আপনি যখন আপ্নের কুকিং ইনভেশনের কোন জাংকুফুড ইনভেন্ট করবেন তখন আমার মেসে পার্শ্বেল করে পাঠাবেন, কেননা ইংলিশ ফর টুডে'তে পড়ছিলাম "জাংকুফুড" খাইলে নাকি মাইনষ্যে মুটা হইয়্যা যায়।। B-)

          অখাদ্যগুলো খাইয়্যা টেস্ট করোনোর লাইগ্যা অবশ্য বীমার প্রিমিয়ামের টাকা চার্জ প্রযোজ্য... :grr: :grr:


          যেমন রক্তের মধ্যে জন্ম নেয় সোনালি অসুখ-তারপর ফুটে ওঠে ত্বকে মাংসে বীভৎস ক্ষরতা।
          জাতির শরীরে আজ তেম্নি দ্যাখো দুরারোগ্য ব্যাধি - ধর্মান্ধ পিশাচ আর পরকাল ব্যবসায়ি রূপে
          - রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ

          জবাব দিন

মওন্তব্য করুন : সাবিহা জিতু (১৯৯৩-১৯৯৯)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।