সনেটীয় ছড়া

”আকাশ নীল,বাতাস কালো
আমি শ্যামলা,লাগে ভালো
সবাই ফর্সা,হাতে বর্শা
খায় ভাত, সোনার পাত
পৃথিবী সুন্দর, খাঁচায় বান্দর
করে চেঁচামেচি,আমি কিডনী বেঁচি”

(আমার ব্যাচ এ আমার নিক নেম ছিল কিডনী 😕 ।এই নামকরণের পিছনের কাহিনীও মজার ।তো SSC এর আগে আমার কবি প্রতিভার উন্মেষ ঘটেছিল এবং আমিও মাইকেল মধূসুদন দত্ত কর্তৃক অণুপ্রাণিত হয়ে “সনেট” লেখার প্রচেষ্টা চালিয়েছিলাম :gulli2: ।এই সনেটের বৈশিষ্ট্য হচ্ছে কোন লাইনের সাথে কোন লাইনের মিল খুজতে যাওয়া যাবে না এবং কোন আগা মাথা নাই :chup: )

এরকম আরও একটি ছড়া—-

“আকাশে চাদ,বাতাসে কান্না
তাই আমি করেছি রান্না
ভুলে দিয়েছি চিনি,পাপুয়া নিউগিনি
খেল না তো কেউ,
কুত্তা ভেউ ভেউ
X সাহেব এল,সব খাবার খেল”
(এখানে X দিয়ে যাকে পচানোর ইচ্ছা তার নাম জুড়ে দেয়া যাবে বিশেষ করে মোটামানুষ কে) 😛

১,০৪৩ বার দেখা হয়েছে

১২ টি মন্তব্য : “সনেটীয় ছড়া”

  1. হা-মীম(২০০০-২০০৬)

    কীডনি মাহমুদ , চোম মাহমুদ এবং স্ক্রু মাহমুদ ......তিন মাহমুদ, একই ইনটেকে, একই কলেজে ... :)) একি ভানুমতি, একি ইন্দ্রজাল 😀


    \\\"।নিউট্রন বোমা বোঝ. মানুষ বোঝ না ! ।\\\"

    জবাব দিন

মওন্তব্য করুন : জিয়া হায়দার (৮৯-৯৫)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।