রাজাকারের ফাঁসী চেয়ে

জেগেছে আজ লাখো প্রাণ; মুক্তির নয়া নিশান।
শাহবাগ, প্রেস ক্লাব, চত্ত্বরে চত্ত্বরে-
জেলা, উপজেলা, শহর ছাপিয়ে সারা দেশ জুড়ে;
আমিও আছি তাদের ভীড়ে।
ভাই, আজ আমি দেশ নিয়ে তর্ক করতে পারব না,
ভাই, আজ আমি ব্যাখ্যা দিতে পারব না;কেন রাজাকারদের ঘৃণা করি ।
মুহুর্মুহু শুনতে চাওয়া আমার প্রিয় কথাগুলো আজ শুনতে পারব না,
ঠাট্টা, চাপা, আড্ডা কিছুই আজ মারতে পারব না,
তীব্র ইচ্ছেয় গান গাইতে পারব না আর আজ,
ভাংগা গলায় স্লোগান দিতে পারব না,
সেই কপচে চলা রাজনৈতিক বক্তব্য শুনতে পারব না, প্লীজ!
কারন; আমার তাড়া আছে-
বিচার পাবার তাড়া আছে,
বিচার হবার তাড়া আছে,
বিচার করার তাড়া আছে,
বিচার চাইবার তাড়া আছে;
“রাজাকারের বিচার”!!
আর শুধু এজন্যেই আমি কেবল ফিরে ফিরে যেতে পারব-
“গণজাগরন বা প্রজন্ম বা স্বাধীনতা চত্ত্বরে”,
এজন্যেই আমি ফিরে ফিরে যেতে পারব প্রেস ক্লাবে,
শুধু এজন্যেই আমি ঘন্টার পর ঘন্টা বসে থাকতে পারব ফুটপাতে,
শুধু এজন্যেই আমি গলা মেলাতে পারব হাজারো মানুষের স্লোগানে,
ভুলে যেতে পারব- আমার ঘর আছে, পরিবার আছে!
কন্যা আছে, বন্ধু আছে, স্বজন আছে।
ভুলে যেতে পারব- আমাকেও বাচতে হয় শ্রম বেঁচে, চাকুরী টিকিয়ে।
ভুলে যেতে পারব- আমাকেও চাল কিনে ঘরে ফিরতে হয়,
মাস শেষে ভাড়া মেটাতে হয়;
এমনকী, কোন কোন মাসে দেনাদার হতে হয়!
আমি ভুলে যেতে পারব- বাবা বেচে থাকলে হয়ত রাত জেগে অপেক্ষা করতেন,
মা নিশ্চয়ই খেয়ে বেরোতে বলতেন, ছোট্ট বোনটাও মিছিলে যাবার বায়না করত।
ছোট ভাইটার বুক দু’হাত ফুলে যেত ভাইয়ের পাগলামীতে!
সব ভুলে, বাধন খুলে আমি উত্তাল হব কেবলই বিচার চেয়ে,
নরপিশাচের হাসি থেকে মুক্তি চেয়ে, হায়েনার থাবা থেকে মুক্তি চেয়ে;
রাজাকারের ফাঁসী চেয়ে।
সব ভুলে, হৃদয় জ্বেলে আমি উত্তাল হব কেবলই বিচার চেয়ে,
দুঃস্বপ্নের রাত থেকে মুক্তি চেয়ে, নতুন দিনের আলো চেয়ে;
রাজাকারের ফাঁসী চেয়ে।
সব ভুলে, কোটি প্রাণে মিলে আমি উত্তাল হব কেবলই বিচার চেয়ে,
চল্লিশ বছরের এই লজ্জা থেকে মুক্তি চেয়ে,
লাখো শহীদের দীর্ঘ্যশ্বাস থেকে মুক্তি চেয়ে,
স্বাধীন ভূমির মুক্তি চেয়ে; মাতৃভূমির মুক্তি চেয়ে
রাজাকারের ফাঁসী চেয়ে।
রাজাকারের ফাঁসী চেয়ে।
রাজাকারের ফাঁসী চেয়ে……………

৫১৬ বার দেখা হয়েছে

৪ টি মন্তব্য : “রাজাকারের ফাঁসী চেয়ে”

মওন্তব্য করুন : নূপুর কান্তি দাশ (৮৪-৯০)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।