মুঠোফোনের কবিতা- ১৫ ,১৬

১৫
না ফোটা পাপড়ি নিভৃতে ঘুমাক,
গহন খেলাঘর ঢেউয়ে ভেঙ্গে যাক।
সময়ের বালুচরে; স্মৃতিগুলো-
গোপনেই থাক।
জ্যোৎস্না মেখে যেন চেয়ে থাকে-
একফালি চাঁদ।
এতটুকুই সাধ।

১৬
কষ্টগুলো উড়িয়ে নিল
এলোমেলো বাতাস।
গোপন আমার অন্তঃপুরে
কাহার বসবাস?
গহন আধার মুছিয়ে নিল
জ্যোৎস্নাধোয়া আলো
হৃদয় আমার কারে বাসে ভাল?
অবাক প্রেমে অবাক জীবন;
আরো অবাক হল!

৪৪১ বার দেখা হয়েছে

২ টি মন্তব্য : “মুঠোফোনের কবিতা- ১৫ ,১৬”

মওন্তব্য করুন : নাজমুল (০২-০৮)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।