বৃষ্টি- ১

বৃষ্টি পড়ে টাপুর টুপুর,
কোথায় গেল দগ্ধ দুপুর;
ভীষণ রোদে পোড়া ?

তোমার মনের হাজার নূপুর
কোন আবেশে আজকে পাগলপারা?
কোন সে বোধের কালবোশেখী;
করবে ছন্নছাড়া ?

কেবল বালুচরে;
চলবে ভাঙ্গা-গড়া ?
জীবন নদী যাবে বুঝি এমনি বয়ে;
কূলহারা, ঢেউহারা!

৯১৯ বার দেখা হয়েছে

১২ টি মন্তব্য : “বৃষ্টি- ১”

মওন্তব্য করুন : ফখরুল (১৯৯৭-২০০৩)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।