আবেশ

এ আবেশ, এ পতন মিথ্যে কোন প্রবঞ্ছনার,
এ আমি আপন মনে মুছে চলি-
যা কিছু আপনার।
কত প্রেম কত ব্যাথা গেল ছুঁয়ে ছুঁয়ে;
ক্ষয়ে গেল অন্তঃপুর অন্তঃজ আগুনে পুড়ে।
নিভে যাওয়া আগুনের কত ছল,
গুমোট ধোঁয়ায় মুছি আঁখিজল।
নেই তবু আছে ভেবে বিভ্রান্ত
স্মৃতির ধূলিঝড়ে খুঁজে ফিরে নীড়;
হলাম স্বর্বশান্ত।।


বরষা হবে ভেবে মেঘ ভাসিয়েছি
জ্যোৎস্নাস্নাত হব বলে দিনটা ডুবিয়েছি
স্বপ্ন দেখব বলে স্নৃতির পানে ছুটেছি;
কেউ ফিরে আসেনি তোমারই মতো।


তুমি ছিলে, তুমি নাই
তোমারেযে খুঁজি নাই।
তুমি আছো, বুঝি তাই;
তোমারেযে পাই নাই।
তুমি থাকো,তুমি থেকো
অনাবিল জ্যোৎস্নায়।
আমি আছি চিরদিন
সূদুরের সীমাহীন ;
প্রতীক্ষায় ।

৪৩৩ বার দেখা হয়েছে

৫ টি মন্তব্য : “আবেশ”

মওন্তব্য করুন : আসিফ খান (১৯৯৪-২০০০)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।