একটি বৈজ্ঞানিক কবিতা

এখন চুলের সামনের দিকে অনেক খানি পেকে গেছে। তিন বছর আগে চুল পাকেনি। মাঝে মাঝে অনেক ভালবাসায় পুরনো লেখায় চোখ বুলাই। তিন বছর আগে মনেও জোয়ার ছিল। এক সময় মনে হত জীবন শুধুমাত্র খন্ডকালীন সময় ছাড়া কিছু নয়, যার দুটো মাত্রা আছে। দৈর্ঘ্য আর গভীরতা। –

দুই মাত্রায় ‘সময়’ শুয়ে আছে
‘দৈর্ঘ্য’ টুকু জীবন নিল
‘গভীরতা’ রইল পরে
তোমার চোখের কাছে।

২০ শে জুলাই, ২০০৬

১,৯৪৯ বার দেখা হয়েছে

৩২ টি মন্তব্য : “একটি বৈজ্ঞানিক কবিতা”

  1. সামি হক (৯০-৯৬)

    অসীম সলিমুল্লায় ইসতিয়াকদের রুমে যখন পরিচয় হয়েছিল তখন জানতে পারি নাই যে তুমি এতো ভালো কবিতা লিখো। সেদিন জানলে কবিতা শুনে আসা যেতো। কবিতাটা মারাত্মক :boss:

    জবাব দিন

মওন্তব্য করুন : অরপিয়া (২০০২-২০০৮)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।