আমি আর উনি

আমি আর ইশ্বর
সম্মানজনক দূরত্বে থাকি
উনি বাগানে, আমি বাড়িতে…

ওনার পাইক পেয়াদারা
এই দূরত্বকে বুঝতে নারাজ
সাত বেলা বিরক্ত করে, প্রতিদিন
আমার পোশাকে, খাবারে, পানীয়ে
সর্বত্র আগ্রাসন তাদের …

উনি থাকেন বাগানে, আমি বাড়িতে
ক্রমাগত বাগান বাড়ছে
আমার ছোট্ট এক ফোটা বাড়ি
তা নিয়েও তার পেয়াদাদের
লোভের অন্ত নেই।

উনাকে যতবার জিজ্ঞাসা করি
পেয়াদাদের লোভ কি, তোমারও লোভ
উনি নিরুত্তর থাকেন।
উনি নিরুত্তর থাকেন।

উনাকে এর বেশী বলতে আমার রুচিতে বাধে …

ফেসবুকে আগে প্রকাশিত

৩,৯৮৭ বার দেখা হয়েছে

৮ টি মন্তব্য : “আমি আর উনি”

  1. মাহবুব (৭৮-৮৪)

    উনার ব্যাপার মনে হয় টেনশন- তোমার ঘরে আর কে থাকে, কি মন্তর দেয় কানে ইত্যাদি।
    প্যায়াদাদের বিষয়টা লোভ।
    সুন্দর সহজ অথচ কঠিন ভাবনা উদ্রেক কারী কবিতা।

    জবাব দিন
  2. পারভেজ (৭৮-৮৪)

    "উনাকে যতবার জিজ্ঞাসা করি
    ... ... ...
    উনি নিরুত্তর থাকেন।
    উনি নিরুত্তর থাকেন।"

    ভাগ্যিস, উনি নিরুত্তর থাকেন!!!
    উনি কিছু বলছেন, এটা শুনে ফেলাটা কিন্তু ঘোরতর বিপদের, জানো তো?
    কারন, "If You talk To God It's Prayer,If God Talks To You It's Schizophrenia"

    "স্কিজোফ্রেনিক" ট্যাগ খাইতে কারই বা মুঞ্চায়???


    Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.

    জবাব দিন
  3. লুৎফুল (৭৮-৮৪)

    উনি কিছু চাননা
    উনারেই চায় বুঝি
    বাগান প্রেমাতুর
    জগতের ঠিকুজি
    পাইক পেয়াদা বরকন্দাজে
    সামালের নামে বেসামাল
    জান-মালে খাসদিলে দেয় হাত
    মালিকের মাল সব এ আন্দাজে

    রুচিতে দাও দেখি
    কতক বরফকুচি
    যাই যাক বেঁচে থাকার
    তাতে বাড়বে রুচি

    জবাব দিন

মওন্তব্য করুন : অরূপ (৮১-৮৭)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।