আমার চায়ের দোকান

প্রায়ই ভাবি, আমার একটা অফিস থাকবে, অফিসে দেরাজ থাকবে… দেরাজ ভর্তি যুক্তি থাকবে … কিছু যুক্তি টেবিলের ড্রয়ারেও রাখবো। কে জানে কখন দরকার হবে, ঘ্যাচ করে বের করে এনে আশেপাশের সব ঘ্যাচাং করে দিবো…
লক্ষ টেরাবাইটের একটা হার্ড ড্রাইভ থাকবে, কন্ট্রোল সি আর কন্ট্রোল ভি চেপে কুপোকাত করে দিবো সবাইকে… এগুলি শুধুই ভাবনা মাত্র…

কিন্তু স্বপ্নটা একটু ভিন্ন,
একটা চায়ের দোকান দিবো। নাম হবে “একা এবং কয়েক জন”। সুনীল বাবুকে চিঠিও দিয়েছিলাম, অনুমতি প্রার্থনা করে নাম ব্যবহারের জন্য। উত্তর দেননি।
তুমি ক্যাশে বসবে, আমি টেবিল থেকে টেবিলে সবার সাথে গল্প করে দিন পার করে দিবো।দেরাজ ভর্তি থাকবে বই, কবিতার, গল্পের আর মার্ক্সবাদের। উপন্যাসও রাখবো তুমি বললে। যার যা খুশি পড়বে।
সন্ধ্যায় দুজন একসাথে বসে চা খেতে খেতে, সারাদিনের হিসাব মেলাবো। টাকার না সময়ের।
ওয়ারীর বনগ্রাম রোডের চায়ের কারিগর হাফিজকেও সাথে নেবো আমাদের। ওর চা বানানোটাই সবার সেরা, চায়ের যে দুধটা সারাদিন জ্বাল দেয় সেটাতেই নাকি সমস্ত কারিগরি … চায়ের সাথে টাও থাকবে, শুধু কবিদের জন্যে ফ্রি। কিছু কলম আর সাদা কাগজও রাখতে হবে… ওদের জন্যে। আর কাউকে কিন্তু ফ্রি টা দেয়া যাবে না। দোকান লাটে উঠে যাবে যে।
কারিগর হাফিজকে বলেছিলাম, ওকে পার্টনার করে নেব … সে অপেক্ষায় আছে। এখনও স্বপ্ন দেখে, মাঝে মাঝে খোজ নেয়, “গুছাইতে পারলেন ভাইয়া”।
আমার গোছানো এখনও হয়ে ওঠেনি। ” ওকে বলি এইতো আর কটা দিন”।
“ভাইয়া সব কিছুর দাম কইলাম বাড়তি, আপনে হিসাব কইরা নাইমেন”।
আমিও ওর মতই স্বপ্ন দেখি, আরো একবার হিসাবের খাতা নিয়ে বসি। কিছু মেলে না, হিসাব মেলে না। জমা খরচের হিসাবে তোমাকে কোথাও পাই না।

জীবন পার হয়ে গেলো কুড়ি কুড়ি বছর। স্বপ্ন ওড়ে ধরা দেয় না।

৩,৫০৪ বার দেখা হয়েছে

২৯ টি মন্তব্য : “আমার চায়ের দোকান”

  1. লুৎফুল (৭৮-৮৪)

    বুকের শেকড় ধরে নাড়িয়ে দিয়ে গেলে হে।
    মনে তো হলো যেনো উপড়ে ফেলতে চাইছিলে সব।
    ভালো। তাও ভালো।
    জীবনের একঘেঁয়ে দিনযাপনে নিড়ানিওতো জোটেনি স্মরণকালে।
    উপড়ে দিলে তাও যদি নতুন শিকড়ে
    খুব প্রিয় সেই পাগল করা সবুজের প্রাণবান পাতাদের দেখা মেলে !

    :hatsoff: :hatsoff:

    জবাব দিন
  2. সাইদুল (৭৬-৮২)

    সন্ধ্যায় দুজন একসাথে বসে চা খেতে খেতে, সারাদিনের হিসাব মেলাবো। টাকার না সময়ের।

    এ ওয়ান


    যে কথা কখনও বাজেনা হৃদয়ে গান হয়ে কোন, সে কথা ব্যর্থ , ম্লান

    জবাব দিন
  3. সাবিনা চৌধুরী (৮৩-৮৮)

    আহা! অরূপদা :clap: :clap: :clap: :clap:

    কবিদের জন্য ফ্রি চা? তুমি কবিদের প্রতি পক্ষপাতদুষ্ট কেন? কেন? কেন?

    অকবিদের জন্য এসপ্রেসো কি কাপাচিনো হলেও চলবে, দাদা!

    জবাব দিন
  4. জুনায়েদ কবীর (৯৫-০১)

    ইশ, কবি না হওয়ার জন্য ফ্রি চা মিস হয়্যা গ্যালো... :(( :(( :((

    অনেক আগে সিসিবিতে চা খাওয়ার ব্যাপারটা ছিল।
    এই যে একটি ইমোটিকনও আছে... :teacup:
    আমাদের টি বয় ছিল রকিব (০১-০৭)।

    আপনার লেখা পড়ে সিসিবির পুরনো দিনের কথা মনে পড়ে গেল! 🙁


    ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ

    জবাব দিন
  5. আহসান আকাশ (৯৬-০২)

    দারুন লাগলো অরূপদা :boss:

    স্বপ্ন শুধু ওড়েই, ধরা দেয় না 🙁 আমার স্বপন ছিল একটা বইয়ের দোকান দিব, বেচা বিক্রি যাই হোক, সারাদিন বসে বসে শুধু বই পড়বো।


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন
  6. ইশহাদ (১৯৯৯-২০০৫)

    হা হা হা, প্রথম অনুচ্ছেদটা কি ভূমিকম্পের পরের "আফটার শক"? :))
    আমি নিজে পাঁড় :teacup: -খোর। অনাগত স্বপ্নের এক কাপ বুকিং দিলাম। 😀



     

    এমন মানব জনম, আর কি হবে? মন যা কর, ত্বরায় কর এ ভবে...

    জবাব দিন
  7. রাজীব (১৯৯০-১৯৯৬)

    আমার ইচ্ছা ভাতের হোটেল দেবার।
    দুজনের টা না হয় পাশাপাশিই থাকবে।


    এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ

    জবাব দিন
  8. আমিন (১৯৯৬-২০০২)

    ভালো লাগলো লেখাটা ভাইয়া। পুরনো বইয়ের পাতা উল্টালে অতীতের যেমন একটা গন্ধ নাকে লাগে, যা সেই সময়ে ফিরিয়ে নিয়ে যায়, এমন লাগলো। স্বপ্ন চা, অত:পর চায়ের দোকানে অতীতের মানুষের সমাগম চোখে ভাসল।

    ভাল থাকবেন ভাইয়া।

    জবাব দিন
  9. খায়রুল আহসান (৬৭-৭৩)

    "স্বপ্ন ওড়ে ধরা দেয় না" - এটাই শেষ কথা!
    তোমার লেখাটা পড়তে পড়তে স্বপ্নে সিসিবিয়ানদের সাথে চা খেতে চলে গিয়েছিলাম। বাস্তবে এরকম একটা আয়োজন করলে কেমন হয়? হয়তো পারভেজ, নয়তো আরো কেউ, একটা উদ্যোগ নিয়ে দেখিয়ে দাও না, সিসিবিয়ান ব্লগার্স এন্ড পোয়েটস ক্যান মীট ওভার এ কাপ অব টী? অবশ্য কবিদের জন্য সেখানে ফী কোন কিছু না রাখলেও চলবে।

    জবাব দিন

মওন্তব্য করুন : ইশহাদ (১৯৯৯-২০০৫)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।