তিনটি ত্রিপদী

এক.
একাকী জলপিপি
হয়েছে ক্লান্ত
ফেরেনি এখনো, জীবনানন্দ …

দুই.
আনখসমুদ্দুর জানা চোখও
হয় বিষন্ন, অচেনা
এই গাঢ় পঞ্চমীর রাতে …

তিন.
রাত ক্রমশ নিস্তব্ধ হয়
তুমি আসছো ভেবে
লীলাবতী জ্বোনাকিরাও নিভেছে ..

হাইকু লেখার চেস্টা করি, কিন্তু হাইকু বলতে বাধে। তাই ত্রিপদী বলি।
এক এবং দুই ফেসবুকে প্রকাশিত

৩,১৬৯ বার দেখা হয়েছে

৩২ টি মন্তব্য : “তিনটি ত্রিপদী”

  1. খায়রুল আহসান (৬৭-৭৩)

    তোমার প্রথম ত্রিপদীর সুবাদে সুন্দর একটা নতুন শব্দ শিখলাম, "জলপিপি"। দারুণ লাগলো। এত সুন্দর শব্দটা কি করে যে এতদিন অজানা অশোনা থেকে গেলো!
    "আনখসমুদ্দুর" কথাটার মানে কী?
    ১ আর ৩ খুব ভালো লেগেছে।

    জবাব দিন
  2. লুৎফুল (৭৮-৮৪)

    প্রথমটা পড়ে মনে হলো ওই জলপিপিতে তবে আমি ডুবে মরি ! আহা !

    দ্বিতীয়টা ঝটকায় টেনে নিয়ে গেছে প্রথমে সেই লাইনের কাছে ..
    "সে কি জানিতনা যত বড় রাজধানী
    তত বিখ্যাত নয় এ হৃদয়পুর"
    ... ... ... গাঢ় পঞ্চমী টেনে নিয়ে গেছে যেনো স্তব্ধ কোনো শোকে ...

    তিনে এসে জোনাকীরা কেড়ে নেয় সমীহের ডালি
    কে এলো জানবে বলে চাঁদও যে নেই এক ফালি ।

    জবাব দিন
    • অরূপ (৮১-৮৭)

      লুৎফুল ভাই, আপনার কমেন্টে আবহ বদলে যায়। উৎসাহের মাত্রাটা অনেকগুন বেড়ে যায়। আমি ঘুরে ফিরে আপনার কমেন্ট পড়ি।
      দ্বিতীয় ত্রিপদীটা একদম একই ভিজুয়ালাইজেশন থেকে লেখা, যেটা আপনি বললেন।
      অনেক অনেক ধন্যবাদ। 🙂 🙂 🙂


      নিজে কানা পথ চেনে না
      পরকে ডাকে বার বার

      জবাব দিন
  3. সাবিনা চৌধুরী (৮৩-৮৮)

    তোমার ক্ষুদ্রকায় এই লেখাগুলো চকিত চুম্বনের মতই মধুর, অরূপদা 😛
    সময়ক্ষেপন করতে হয়না পাঠকদের কিন্তু মুগ্ধতার রেশ অথবা ঘোর কাটতেই চায়না।

    জবাব দিন
  4. পারভেজ (৭৮-৮৪)

    প্রথমটা অসাধারন লাগলো।
    এতটাই যে পরের গুলা কেমন লেগেছে, বুঝে উঠতে পারছি না।

    আমি তো কবিতা পড়ি (এবং লিখিও) আনন্দ পেতে অথবা কষ্ট ভুলতে।
    ওদুটোই হয়েছে প্রথমটায়।
    পরের গুলা নিয়ে আমার রিএকশন পরে জানাবো.........


    Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.

    জবাব দিন
  5. নূপুর কান্তি দাশ (৮৪-৯০)

    আপনি আজকাল এদিকে কম আসেন। আপনার কবিতা ভাবনা/কবিতা নিয়ে বেশ ঈর্ষা কাজ করে।
    (কবিতা ভাবনা লিখতে দেখি ববিতা ভাবনা হয়ে গেছিল প্রথমে ---- =)) =)) =)) =)) =))

    জবাব দিন
    • অরূপ (৮১-৮৭)

      😀 😀
      নুপুর, আমি তোমার কবিতার ফ্যান কিন্তু।
      সিসিবিতে গত বেশ কিছু দিন আসা হয় নাই।
      চেষ্টা করি নিয়মিত থাকার, কিন্তু ফেস বুক এ্যাডিকশনের কারণে হয় না।( সত্যিটা স্বীকার করেই ফেললাম)
      আবার চেষ্টা করছি, এইটুক বলতে পারি।


      নিজে কানা পথ চেনে না
      পরকে ডাকে বার বার

      জবাব দিন

মওন্তব্য করুন : অরূপ (৮১-৮৭)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।