আজকাল

ঘরের দেয়ালগুলি খুব বিরক্ত করে
বৃষ্টি আসে না, আকাশ দেখি না
জানালারা থাকে না জায়গা মত
অবনী আর বাড়ি ফেরে না

গুমোট ঘর, নোনা ধরা দেয়াল
শুধু টের পাই আমাদের চারপাশে
জীবনের স্রোতের কোলাহল

স্বপ্নেরা হাতড়ে যায় দেয়াল জোড়া
যে দেয়ালে মিশে গেছে তোমার ছায়া …

 

( পূর্বে প্রকাশিত )

৮১৮ বার দেখা হয়েছে

১০ টি মন্তব্য : “আজকাল”

  1. লুৎফুল (৭৮-৮৪)

    দেয়াল আর জানালাগুলো শৃং্খলাকে বুড়ো আংগুল দেখিয়ে কি ভয়ানক ভ্রষ্ট করলো স্বপ্নের নিবিড় পথ চলা, ওর সবটুকু ছিলো শুধু তোমাকে খোজা....
    গুমোট ঘরে ফিরে ফিরে ফিরে আসে কোলাহল...

    জবাব দিন
  2. খায়রুল আহসান (৬৭-৭৩)

    ছোট্ট কবিতা, শুরু থেকে স্তবকগুলো ক্রমান্বয়ে হ্রস্ব হয়ে এসেছে, ৪-৩-২ পংক্তিতে, কিন্তূ স্তবক যত ছোট হয়েছে, ভাব তত গভীরে গেছে।
    শেষ দুটো পংক্তিতো পাঠকের মনেও যার যার মত করে হাতড়ে যায়। আমার কাছে ঠিক বিষন্নতা মনে হয়নি, মনে হয়েছে মুডের (ভাবের) কুহেলিকা, আচ্ছন্নতা।

    জবাব দিন

মওন্তব্য করুন : নূপুর কান্তি দাশ (৮৪-৯০)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।