নির্লজ্জ

জল নুপুরের শব্দে, আমাকে ফেলে

ওরা প্রায় বাইরে চলেই এসছিল
নির্লজ্জের মত ……
ভ্রুকুটি আর চোখ রাঙ্গানিতে
ফিরে গেল ওরা ওদের
শব্দহীন আলোহীন ঘরে

থাকুক তো ওরা গভীর অন্ধকারে
নিঃশব্দে আঁধারের চৌকাঠ ধরে
আমার পরাজিত স্বপ্নের দল

 

ফেসবুকে পুর্বে প্রকাশিত

১,৮২৯ বার দেখা হয়েছে

২৩ টি মন্তব্য : “নির্লজ্জ”

  1. মোকাব্বির (৯৮-০৪)
    থাকুক তো ওরা গভীর অন্ধকারে
    নিঃশব্দে আঁধারের চৌকাঠ ধরে
    আমার পরাজিত স্বপ্নের দল

    একদম আশা করিনি আশা-নিরাশার কথা বলছেন। অপূর্ব! :boss:


    \\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
    অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\

    জবাব দিন
    • অরূপ (৮১-৮৭)

      🙂 পারভেজ ভাই, ধন্যবাদ।
      একাউন্টিং এর ব্যাপারে আমার একটা ফ্যাসিনেশন কাজ করে।
      প্রতিটা ক্রেডিট এর বিপরীতে একটা ডেবিট থাকে। কিছু পরাজিত স্বপ্ন থাকে আবার জয়ী কিছুও থাকে।
      জীবন অনেকটাই ব্যালেন্স শীটের মতই। সব মিলেই ...... 🙂


      নিজে কানা পথ চেনে না
      পরকে ডাকে বার বার

      জবাব দিন

মওন্তব্য করুন : অরূপ (৮১-৮৭)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।