রাতে একদিন

মধ্যরাতে পর্দাটানা জানালায়
জ্বলছে মায়াবী নীল আলো।
তবুও সাড়ে সাত মিলিয়ন মানুষের শহরে হায়
জানালা নয়কো এই একটাই;
আরো আছে অজস্র নিযুত,
পড়ন্ত বিকেলের অবারিত মাঠে
সহসা দুর্যোগময় পতঙ্গপালের মতো।
রুপালী কুহেলিকায় আমাদের কংক্রিটের খোপর!

কে আছে ঐ জানালার পিছে?
অজস্র জানালা লাল, নীল, কমলা, সবুজ।
আমার কল্পনায় ভেসে উঠে
পঁচিশ কি ছাব্বিশ এক তরুণীর মুখ;
সাদা নাইটগাউন গায়ে ড্রেসিংটেবিলের ধারে
আয়নায় সাজাচ্ছে চুল;
কিংবা, কম্পিউটারের সামনে বসে
মগ্ন কোন সোস্যাল নেটওয়ার্কিং সাইটে।

আহ! কি রোমান্টিক
নিজের অজান্তেই হেসে উঠি
তারপর চোখ ফিরিয়ে নেই রাস্তার দিকে।
শান্ত রাস্তা!
ইতটস্তত রাস্তায় একটি কি দুটি গাড়ি্র আলস্য।
বেন্ডিবাসের জানালায় কুয়াশাচ্ছন্ন
ঘুমন্ত মানুষের মুখ চোখে পড়ে কয়েকটা;
ঘর নেই? নাকি উদাসীন বিলাসী বৈরাগ্য?

থাক অনেক হয়েছে ভেবে চলা, অনেক পর্যবেক্ষণ।
ক্লান্তিতে ঘড়ি বের করি পকেট থেকে।
রাত চারটা আর মাত্র তিন ঘন্টা। এরপরই
সবকিছু আবার হবে নতুন সকালের ছোঁয়ায় সজীব।
তবুও হায় শেষরাত যে শ্লথের চেয়েও ধীরগতি!
ওস্তাদের মার শেষরাতে জানি তাই
শেষরাতে মার দিয়ে গেল এসে এই উন্মোচন
মাথার উপর একটি ছাঁদ ছাড়া আমি কতটা দুর্বল আর গরীব।

ভুল করে ঘরে ফেলে এসেছি চাবিগোছা।
হাজার বছরের পুরনো এই শহরে
তাই বন্দী খানিকটা কৌতুকময়তায়।
ভদ্রতাবোধ আছে জানি করা যাবে না
দরজায় নক কিংবা উদ্ধত কলিংবেল চাপন
রাতের নিস্তব্ধতা ভেঙ্গে বুকফাটা আর্তচিতকারের মতো।
তাই আটকা পড়েছি ঘরের বাইরে
কারাগার মোর পুরো লন্ডন শহর।

২,১১৯ বার দেখা হয়েছে

১৯ টি মন্তব্য : “রাতে একদিন”

  1. কামরুল হাসান (৯৪-০০)

    ভালো লাগছে।
    তবে একটু খসখসে লাগছে, আরেকটু মোলায়েম হলে বেশি ভালো লাগতো। 🙂


    ---------------------------------------------------------------------------
    বালক জানে না তো কতোটা হেঁটে এলে
    ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।

    জবাব দিন
  2. জুনায়েদ কবীর (৯৫-০১)
    কারাগার মোর পুরো লন্ডন শহর।

    কেমন জানি ধাক্কা লাগল...
    একটা শহরে যারা সম্পূর্ণ একা থাকতে তাদেরকে আমার খুব সাহসী মনে হয়...
    আমি মোটেই সাহসী না... :no:


    ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ

    জবাব দিন
  3. Maruf2491

    arnob vai,
    ami anik!!!......ami ccb te chilam na.....bt apnar sate contact korar r kono way i chilo na.......please contact koren......ami nipu vai k diye apnar sate contact korar try korsi, yahoo te knock korsi fb te msg disi, youtube e commentz disi, bt apni kono reply i koren nai.......amar dos kothay vai??? apni jokhon amar kase help chaisilen tokhon ki bolsilen j airokom vabe amak criminal convection e fasaben???? r akhon contact kortesen na........tk na dile phn kore bole den.......airokom behave apnar kas theke asa kori nai........last 13 months apni pay koren nai........vai apni jodi contact na koren ami ki yayah uncle k imfor korbo??? uni apnar sate or apnar ma r sate bose bapar ta solve korbe........ami kano apnar jonno suffer korbo??? ata aktu chinta kore deikhen please..........apni please contact koren vai........nahoy ami unader janai......tc vai

    জবাব দিন

মওন্তব্য করুন : কাইয়ূম (১৯৯২-১৯৯৮)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।