চান রাত এবং sms যুদ্ধ

আজকে চান রাত…সবাইকে ঈদ মোবারক…কয়েকদিন আগে রবিন (ককক) আমাদের sms কাব্যের একটা নমুনা পেশ করছিল……সেই সূত্রেই আজকের পোস্ট। ইফতার এর পর থেকেই শুরু হল আমাদের যুদ্ধ, এখন পর্যন্ত প্রাপ্ত sms-গুলো লিখে দিলাম…দেখা যাক এর শেষ কোথায় হয়……।

রবিন (ককক):
ইফতারের দিন হল শেষ,
কি চমতকার বেশ বেশ।
কাল থেকে হবে দিনে খাওয়া,
ইলিশ-পোলাও আর দাওয়াত যাবে পাওয়া।
ঈদের জন্য সবাই খুশি,
Anthrax-এর ভয়ে সবাই খবে খাশী।
ঈদের সবাই শুভেচ্ছা নিন,
পারলে ছন্দ মিলিয়ে কবিতা দিন।

ইমরান (রকক) :
টুইঙ্কেল টুইঙ্কেল লিটেল স্টার,
আজকে হল শেষ ইফতার।
টুম্পার দাওয়াতে সাড়া দিতে,
আমরা হাযির পৃথিবীতে।
ঈদ মুবারাক শানে লোক,
ঈদ সবার সুন্দর হোক।

আরমান (মকক):
তোদের জ্বালায় পারি না তো আর,
ছন্দ মিলাতে হয় বার বার।
আসলেই খুব লাগছে ভালো,
কখন ফুটবে দিনের আলো।
ঘুরব-টুরব খাব-দাব,
সবাই মিলে আড্ডা জমাব।
আনন্দের মাঝেও তোরা মনে রাখিস,
রমযানের শিক্ষাটাকে ধরে রাখিস।

টুম্পাঃ
তারাবাতি পটকা আতশবাজীতে,
উত্সবে মেতেছে সব এই চাদ রাতে।
আমিও তাই হাতে পরেছি মেহেদি,
ভাবছি কত পাব এবার ঈদি।
ঈদ মূবারাক বন্ধুরা,
কাল বইবে খুশির ফোয়ারা।
রইল বাসায় সবার দাওয়াত,
মিলেংগে হাম ফের সাত্ সাত্।

আরমান(মকক):
ওমা, এ দেখি টুম্পা ভাবী,
ছন্দ মিলিয়ে হয়ে গেল কবি।
বয়সে কিন্তু তুই আমার মুরুব্বী,
কত নিব ঈদি সেটাই বইসা ভাবি।
পা দুটো তুই রাখিস লুকিয়ে,
যেখানেই পাব, ধরব জড়িয়ে।
যতই বলিস, পাবি নাকো মাপ,
ক্ষমা করুক আল্লাহ্,তোর যত পাপ।

এখন পর্যন্ত এই……

৪,৬১৭ বার দেখা হয়েছে

১৮ টি মন্তব্য : “চান রাত এবং sms যুদ্ধ”

মওন্তব্য করুন : মাসরুফ (১৯৯৭-২০০৩)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।