কত বুদ্ধি………!!!

আমরা সবাই কমবেশী বুদ্ধিমান :-B …কিন্তু কারো কারো বুদ্ধি আশংকাজনক পর্যায়ের…যেমনঃ

আমাদের ব্যাচের একজন বুদ্ধিমানের কথা…( নাম বলা যাবে না, তাইলে সামনের গেট টুগেদার এ মাইর খাওয়ার চান্স আছে… :gulli: )। এস এস সি টেস্ট চলতেছে, অংক পরীক্ষা চলে, বেচারা অংক করার টাইম একটু কম পাইছিল, তো পাশের জনের হেল্প নেয়া শুরু হল…ঠিকমতই চলতেছিল, ঝামেলা হইল, ক্যালকুলাসে গিয়ে, পাশের জন যখন বলল , ” এইবার লিখ d/dx, তারপর…” সাথে সাথে বুদ্ধিমান বলে উঠল, ” বুঝছি, পরের লাইন বলা লাগবে না, d/dx এর d d কাটা, বাকী থাকে 1/x”…..এরপর সে কি লিখছিল মনে নাই, কিন্তু পাশের জনের হতবাক দৃষ্টি এখনও মনে আছে…

পরীক্ষা প্রসঙ্গে আরেকজন বুদ্ধিমানের কথা মনে পড়ল, ইনি আমাদের জুওলোজী শিক্ষক বদরুদ্দোজা স্যার। তখন এস এস সি চলে, হলে স্যার বসে আছেন, আমরা যথারীতি একটু ডান-বাম করতেছি। হঠাৎ স্যার বলে উঠলেন, ” এদের থামানোর একটাই উপায়, এরপর থেকে এদের হেলমেট পরাইতে হবে, তাইলে আর কোনদিকে তাকাইতে পারবে না” !! এক্সটারনালের মনে হয় বুদ্ধিটা পছন্দ হয় নাই, নাইলে সেবার একটা ইতিহাস হত, হেলমেট পরে এস এস সি।।!!!!! 😮 😮

শেষে আবারো সেই বুদ্ধিমান, এবার সময়কাল বর্তমান। সেইদিন আমাদের একজন ভাবী কন্ট্যাক্ট লেন্স পরছে। আমরা সবাই কম-বেশি মন্তব্য করতেছি। হঠাৎ সে হাজির, লেন্স পছন্দ হল, সাথে সাথে প্রশ্ন, ” আমি তো বাইক চালাই, আমি যদি পরি, তাইলে কি বাইক চালানোর সময় বাতাসে লেন্স উড়ে যাবে??……
কেউ উত্তর দিতে পারলাম না……।।

২,৭৯৫ বার দেখা হয়েছে

৪৭ টি মন্তব্য : “কত বুদ্ধি………!!!”

  1. নাজমুল (০২-০৮)
    আমি তো বাইক চালাই, আমি যদি পরি, তাইলে কি বাইক চালানোর সময় বাতাসে লেন্স উড়ে যাবে??……

    =)) =))
    প্রত্যেক ব্যাচে এরকম ২/১টা থাকে :khekz:
    আমাদের একটা.........। না থাক আমি লিখলে তো আবার ফ্লপ হই যাবে 🙁

    জবাব দিন
  2. মোস্তফা (৯৪-০০)

    আমি ঐ ঘটনার পাশেই ছিলাম। তখন হাসবো নাকি কানবো নাকি অংক করবো কিছুই বুঝতেছিলাম না। :just: hang হয়ে ছিলাম। দোস্ত এই ভাবে হাটে হাড়ি ভাংগিস না cross :gulli2: :gulli2: এ পড়ে যাবি তো।

    জবাব দিন
  3. জাবীর রিজভী (৯৯-০৫)

    =)) =)) =))

    হাসতে হাসতে বিছানা থেইকা পইড়া গেলাম.....উইঠা আবার
    হাসতে হাসতে বিছানা থেইকা পইড়া গেলাম.....উইঠা আবার পড়লাম......পড়লাম......আবার হাসতে হাসতে বিছানা থেইকা পইড়া গেলাম.....উইঠা আবার পড়লাম......হাসতে হাসতে বিছানা থেইকা পইড়া গেলাম.....উইঠা আবার পড়লাম......

    জবাব দিন
    • ফরিদ (৯৫-০১)
      হাসতে হাসতে বিছানা থেইকা পইড়া গেলাম…..উইঠা আবার
      হাসতে হাসতে বিছানা থেইকা পইড়া গেলাম…..উইঠা আবার পড়লাম……পড়লাম……আবার হাসতে হাসতে বিছানা থেইকা পইড়া গেলাম…..উইঠা আবার পড়লাম……হাসতে হাসতে বিছানা থেইকা পইড়া গেলাম…..উইঠা আবার পড়লাম……

      :just: :pira:

      জবাব দিন

মওন্তব্য করুন : ফরিদ (৯৫-০১)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।