আজ আমি কোথাও যাবো না

আজ বছরের শেষ দিন। অনেক দিন হয়ে গেল, থার্টি ফার্স্ট নাইট বলে যে কিছু আছে, তা প্রায় ভুলেই গেছি। পেশাগত ভাবেই এই সময়টা আমাকে কাটাতে হয় মাঠে-ঘাটে(শীতকালীন মহড়া)। অবশ্য এম্নিতেও যে আগে খুব ফালাফালি করতাম, তা না। তাই খুব একটা আফসোস ও নেই। বরং কিছুটা সারক্যাস্টিক ই ছিলাম, তাই অন্তত এই রাত টায় ১১ টার মধ্যে ঘুমায় যেতাম( =)) )।

যাক, এখন আছি জেলা শহর পাবনার একপ্রান্তে(আসলে ঈশ্বরদী)। লালনশাহ সেতুর পূর্ব প্রান্তে। বিমান বিদ্ধংসী কামান নিয়ে, নেকড়ে দেশের বিমানের অপেক্ষায়। গতকাল এক জুনিওর কে নিয়ে গিয়েছি রেকি করতে। পলিমাটির কল্যানে পদ্মার দুই প্রান্তই খুব উর্বর, কিছু না করে শুধু বীজ ফেলেদিলেই হয়, ফসল সুনিশ্চিত। জিপিএস হাতে নিয়ে মাঠ ধরে হাটতে হাটতে হঠাত করে মনে হল, সব কিছু ছেড়ে দিয়ে পালিয়ে গেলে কেমন হয়? যদি পারতাম এই কম্ব্যাট ছেড়ে একটা লুঙ্গি গামছা পড়ে অই কৃষকের দলে মিশে যেতে?

প্রতিদিন সকালে স্ট্যান্ড টু শেষ করে মনে হয়, ইসস, এই উইন্টার কালেক্তিভ টা যদি শেষ না হোত? ক্যান্টন্মেন্ট এও প্রতিদিন সকালেই উঠি, কিন্তু, উঠেই তো দৌড় দেই ইউনিট গ্রাউন্ডে, শুরু হয় দৌড়/ঝাপ/রগড়া/বুলশিট/ক্রিপিং………………, কিন্তু এখানে মন ভরে যে ভোর টা দেখতে পাই, তা তো ওখানে সম্ভব না।

এখন যেতে হবে, যদিও আমার শিরোনাম তার উল্টোটাই…তবুও।
সবাইকে শুভ নববর্ষ( থুক্কু, হেভি ন্যু ইয়ার)।

অফ টপিক, মাশরুফ, তোকে হেভী মিসস করতেছি দোস্ত, তোর নতুন বছর ভাল যাক, হ্যাপি ট্রেনিং।( :gulli2: )

৩৭ টি মন্তব্য : “আজ আমি কোথাও যাবো না”

  1. জাহিদ (১৯৯৯-২০০৫)
    যদি পারতাম এই কম্ব্যাট ছেড়ে একটা লুঙ্গি গামছা পড়ে অই কৃষকের দলে মিশে যেতে?

    চইলা যামু, ঠিক করছি।মফস্বলে থাকুম আর জমি চাষ করুম। আর ১টা বছর ওয়েট করেন, তারপর আমার লগে চাষা হইতে যাওয়ার দাওয়াত থাকলো। :duel: :duel:
    CCB-র রমরমা যুগে সবশুদ্ধা মাত্র ৩/৪ বার ১ম হইছি, আর আজ একদিনেই ২ বার :awesome: :awesome: এখন তো প্রতিদ্বন্দী কইমা গেছে, তাই চামে, খালি পোস্টে গোল দিয়া যাই।

    জবাব দিন
  2. মেহেদী হাসান (১৯৯৬-২০০২)

    "হ্যাপি নিউ ইয়ার"
    তোমাদের মত প্রকৃতি পাগলদের জন্যই গত ২ বছর ধরে চার সপ্তাহের পরিবর্তে ছয় সপ্তাহ বাইরে থাকতে হচ্ছে। তোমাকে কইসা মাইনাস। x-( :gulli2: :chup:

    জবাব দিন
  3. আহসান আকাশ (৯৬-০২)

    আরিফ, খালি 'জুলু জুলু হেড অন হাই প্লাস রেড' করতে করতে শরীরে আরাম এসে গেছে মনে হচ্ছে। টাইগার পার্টির সাথে এটাক- এডভান্স এ জয়েন করায় দেয়া দরকার। ছয় সপ্তাহই পার হয় না, আর আজীবন থাকতে চায় x-( ( গত এক্সারসাইজ পর্যন্ত আমার চিন্তা ভাবনাও এই লাইনেই ছিল কিন্তু এবার থেকে ঘটনা আলাদা 😛 )


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন

মওন্তব্য করুন : ওয়াহিদা নূর আফজা (৮৫-৯১)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।