এম.জি.সি.সি র প্রতি ভালবাসা?…..নাকি বি.সি.সির প্রতি এম.জি.সি.সির ভালবাসা?

আমরা তখন ক্লাশ টুয়েলভে………আমাদের সময়..আই,সি,সি,এল,এম….সেবার হলো ক.ক.ক তে….প্রতিযোগিতা শেষে..সবাই
কলেজে…ফিরেছে। তো আমাদের কলেজের …পারফরমেন্স খুব ভালো। অনেকে বেশ কিছু ইভেন্টে বিজয়ী হয়েছে।
আমরা অংশগ্রহনকারীদের মুখ থেকে তাদের অভিজ্ঞতার কাহিনী শুনতে থাকলাম। বিশেষ করে একটা (!) কলেজের কে কে এসেছিল?দেখতে কেমন? তোদের সাথে কথা হয়েছে কিনা? etc..etc……….

আমরা আবার কাউকে কাউকে একটু খ্যাপাতে লাগলাম যেমন: আমাদের C.P কে, কারন তার ক্যাডেট নং আর বিশেষ (!) কলেজের C.P র ক্যাডেট নং একই ৯১৮. এটা শুনে আমাদের সুন্দর লাজুক C.P তো মাঝে মাঝে লাল হচ্ছে। আমি আবার তাকে একটু পাম দিচ্ছি…..দোস্ত একটা শুভেচ্ছাপত্র পাঠাতো………সে একবার রাজি হচ্ছে আবার পিছিয়ে যাচ্ছে….তাকে আবার সাহস দিচ্ছি আরে ব্যাটা ছেলেদের ৯ কলেজের C.Pদের মধ্যে তো তুই সবচেয়ে সুন্দর, স্মার্ট…চালিয়ে যা………

আমাদের ইমিডিয়েট এক জুনিয়র গানে এম.জি.সি.সিকে হারিয়ে  First  হয়েছে এটা একটা বিরাট ব্যাপার…..এর জন্য সে কোকিলকন্ঠি বলে টিজ্ খাচ্ছে। আমাদের ব্যাচের উদিয়মান ব্যান্ড তারকা জীবনে প্রথমই আন্ত:হাউস প্রতিযোগিতা না করে আন্ত:কলেজ প্রতিযোগিতা অংশগ্রহন করে ১০ জনের মধ্যে সেরা ১০ম স্থান অধিকার করেছে (গতবারও উদিয়মান ব্যান্ড তারকা বর্তমানের দেশের নাম করা গায়ক, একই ফলাফল অর্জন করেছিল) আর আমি বড় সৌভাগ্যবান আমি এই দুইজনের টেবিলমেট ছিলাম……………………(!)

যাহোক এতো গেল পার্শ্ব নায়কদের কথা এবার আসা যাক আমাদের আসল নায়কের কথা……সে হলো আমাদের C.C.P..
সে I.C.C.L.M এ মোটামুটি সবাইকে কাপিয়ে দিয়ে এসেছে…..এবং সবাইকে কাপিয়ে এসে, নিজের একদিন কাপুনি দিয়ে জ্বর হলো…ফলাফল টাইফয়েড…..ঢাকা সি.এম.এইচ এ ভর্তি। আর তার এই কাপানোর ফল পেতে আমাদের আর বেশীদিন অপেক্ষা করতে হয়নি………………একদিন টেবিলে আমাদের C.C.Pর ছোট ভাই আমাকে জিজ্ঞাসা করলো: আচছা আরিফ ভাই, ভাইয়ার কি কারো সাথে Affair আছে? আমি বললাম আমার
জানামতে নাই..কেন কি হয়েছে? সে বললো: না, হাই স্যার গতকাল রাতে হাউস অফিসে আমাকে ডেকে জিজ্ঞাসা করলো যে, তোমার ভাইয়ের কোন কোন ক্যাডেট কলেজে বন্ধু আছে যারা, তোমার ভাইয়ের কাছে চিঠি লেখে? আমি আছে বলে ক্যাডেট কলেজের গুলোর নাম বলতে লাগলাম…….কিন্তু স্যার বললো: না অন্য বিশেষ কলেজটার কোন……..(!)……আছে কিনা? সে চিঠি টা চাইলে স্যার বলে দেয়া যাবেনা, তোমার ভাই কলেজে আসুক তারপর দেখা যাবে…………………….পরে হাই স্যারের পোলার (আমাদের ব্যাচের) মাধ্যমে জানতে পারলাম ঘটনাটা সত্যি, তবে মেয়েটা তার নাম লিখেনি চিঠিতে (আমরা ভাবলাম, কত বড় চালাক মেয়ে নিজে Safe position a থেকে আমার কিছু না জানা টাইপ দোস্তটাকে ধরা খাইয়া গেল, যে তখন পযর্ন্ত জানেনা তার এই ঘটনা,হাউসমাষ্টার, এ্যাডজুটেন্ট পর্যায় চলে গেছে)।

অবশেষে আমাদের C.C.P সুস্থ হয়ে কলেজে Back করলো। তাকে জেরার সম্মুখীন হতে হলো, ক্লামমেট,স্যাররা,হাউসমাষ্টার,এ্যাডজুটেন্ট সবার প্রশ্ন: কি ভাবে I.C.C.L.M এ তুমি এই কান্ড ঘটালে?………………………..

বেচারার চেহারা আর দেখেকে!…এমন কি একদিন সে সকালে পিটিতে লেট করলো আর এ্যাডজুটেন্ট সেই দিন Punishment হিসেবে Dress restriction দিল তাকে…পরে, রাতে বেচারা Dress change করে একটা সাদা সার্ট গায়ে দিয়েছিল। রাতে হাউসমাষ্টার ইংরেজীর মোস্তাফিজ স্যার ওর রুমের সামনে এসে হুংকার দিল: কিরে …….. পিটিতে লেট কেন ?
উত্তর: স্যার ঘুম থেকে উঠতে লেট হয়েছিল।
স্যার: রাতে কার চিন্তা করিস্?
C.C.P:…(ইংগিত বুঝতে পেরে) চুপ।
স্যার:(ওর সার্টের দিকে তাকিয়ে, কিন্তু হায় কপাল সার্টের পকেটে লাল কালি লেগেছিল) কি রে তোর সার্টের পকেটে ওটা কিসের দাগ?
C.C.P: স্যার, লাল কালির দাগ।
স্যার:লাল কালি না লিপিস্টিকের দাগ লাগিয়েছিস?
C.C.P:…চুপ।
স্যার: রাতদিন কাকে চিঠি লিখিস্?
C.C.P: স্যার, আমি বাসাতেই ঠিকমত চিঠি লিখিনা….
স্যার: (রেগে) তা লিখবে কেন? তুমিতো “বাসা” না “ভালবাসা”র চিঠি লিখ…….
………………………………………………………………………………………………………….

এভাবে দিন চলে যাচেছ………….M.G.C.C থেকে ঠিকই চিঠি আসে কিন্তু যার কাছে আসে সে আর পায়না……………
………………………..একদিন আমি এগিয়ে এলাম…বললাম: দোস্ত তুই কি কিছুই জানিসনা?
C.C.P: নারে আমি কিছুই জানিনা…..সে যে কে তা পর্যন্ত জানিনা…..তবে আমার খুব জানতে ইচ্ছা হয় মেয়েটি কে…?
আমি: দোস্ত মন খারাপ করিস না, এই ছুটিতে আমি বের করবো মেয়েটি কে?

…………………………………………………………………………………………………………….
Vacation এ বাসায় এসে একদিন আমি আর আমিন Mission MGCC সফল করতে বের হলাম………
যথারীতি আমাদের ব্যাচের একজন মাত্র MGCCর ক্যাডেট খুলনায় ছিল, তার বাসায় হাজির হলাম সাহায্যের আশায়…
সব কিছু তাকে ইনিয়ে বিনিয়ে বললাম কিন্তু কিছুতে তার মন গলাতে পারলাম না।
সে বলে: যার কাছে চিঠি দিয়েছে সে ছাড়া আর কাউকে মেয়ের নাম বলবোনা…..
আমি: প্লিজ, বলো সেইতো আমাকে,তোমার কাছে পাঠিয়েছে……….আমি আমিনকে সাক্ষী মানলাম, আমিন মাথা নাড়িয়ে সম্মতি দিল….কিন্তু কিছুতে তাকে রাজী করাতে পারলামনা। সে তখন প্রসংগ পাল্টায়া বলে: আমাদের সাথে সব কলেজের যোগাযোগ আছে,,,শুধু তোমাদের বাদে(!)।
অবশেষে মন খারাপ করে বাসায় ফিরলাম…..
আমিন বললো: তুই খামাখা অপমান হতে গেলি কেন?…………………………………..
যাহোক, আমি নিরাশ হলাম না……….অন্য পথ অবলম্বন করলাম………আমি গেলাম MGCCর আমাদের এক ব্যাচ জুনিয়রের বাসাই………….অবশ্য সে আমার ক্লাশ থ্রি থেকে আমি ক্যাডেট কলেজে ঢোকার আগ পর্যন্ত এক স্কুলে পড়তাম………..
সে: দেখো আরিফ, আমি তাদের ব্যাচের কথা কিভাবে বলি? আমি এই রকম কথা শুনেছি কিন্তু সঠিক কে যে চিঠি লিখেছে তা বলতে
পারবোনা।
আমি নিরাশ হয়ে কলেজে ফিরি,  C.C.P কে বলি………..সে চুপ করে থাকে………….মাঝে মাঝে C.C.P খবর পায় তার নামে সব লেটার আগে এ্যাডজুটেন্টের কাছে চেক হয় পরে হাউসে আসে…………………………..এই ভাবে দিন যেতে থাকে আর আমাদের দোস্ত এই আশায় বুক বাধে……..কলেজ থেকে চলে যাবার দিন……সে ঠিকই এ্যাডজুটেন্টের কাছে গিয়ে…..চিঠি গুলো চাইবে………………………সে দিন হয়তো এ্যাডজুটেন্ট তাকে আর খালি হাতে ফিরাবেনা……………………………………

 পুনশ্চ:………….থাক এখন আর বলবোনা………..পাঠকদের আগ্রহ জানার পর না হয় লিখবো………………………..

 

 

২,৩৪৬ বার দেখা হয়েছে

৩৪ টি মন্তব্য : “এম.জি.সি.সি র প্রতি ভালবাসা?…..নাকি বি.সি.সির প্রতি এম.জি.সি.সির ভালবাসা?”

  1. মাসরুফ (১৯৯৭-২০০৩)

    আরিফ ভাই এইডা কেমুন কথা?আপনে এমনে অরধেক ব্লগ লিকছেন কিল্লাই?জানেন না আমার সাস্পেন্স সহ্য হয়না?বাকি কাহিনি কি??কেম্নে কি হইল???ভাই ভাবি এখন কেমুন আছে????ভাতিজার বয়স কত এখন?????তারাতারি কন নাইলে কইলাম তিন তালা থিকা লাফ দিমু... x-(

    জবাব দিন
  2. মাসরুফ (১৯৯৭-২০০৩)

    আমার কেমুন জানি মনে হইতেছে এইডা হইল আরিফ ভাইয়ের আত্মজীবনীমূলক লিখা...সিসিপি ভাই এইখানে নাই দেইখা উনার উপরে চাপায় দিয়া খালাস...খাড়া, আহসান ভাইরে দিয়া ডিজিএফআইরে ম্যানেজ কইরা এক্টা তদন্ত করতে হইব...

    জবাব দিন
  3. জুনায়েদ কবীর (৯৫-০১)

    মাসরুফ, আরিফের ডাক নাম কিন্তু 'গঁদা' আরিফ!!!
    আমার মনে হয় না ওরে দেখার পরও গণ দেবার মত বেশি লোক পাওয়া যাবে... 😛 😛


    ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ

    জবাব দিন

মওন্তব্য করুন : বিশ্বপ্রেমিক লেজেহোমো এর্ষাদ

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।