অবাক ভালবাসা

বাবুই-বাসা       চড়ুই ছানা
সব দেখে তুই হাসতি
ঝড়ো মেঘ     ভেজা বাতাস
তবুও কাছে আসতি।

থাকিস তুই      চাঁদের আলোয়
দোলে নদীর ঢেউ
মৌমাছি বাঁধে   তোর চুলে বাসা
দেখেনি অন্য কেউ।

বিড়াল ছানা     খেলে তোর পায়ে
কচু পাতায় জমে পানি
রজনীগন্ধা      তোকে পেয়ে ফোটে
সাজানো ফুলদানি।

তোর হাসিতে   রংধনু ওঠে
প্রজাপতি পায় পাখা
পিচ ঢালা পথ   পালের নাও
তোর স্বপ্নেই আঁকা।

তোর কথাগুলো  হয় কবিতা
কান্না হয় গান
দেখি নিজেকে   তোর চোখেতে
দুঃখরা হয় ম্লান।

রাত জাগে    তোর সাথে
সুর্য থাকে আশায়
সুন্দর হয়     আমার পৃথিবী
অবাক ভালবাসায়।

৮২১ বার দেখা হয়েছে

৪ টি মন্তব্য : “অবাক ভালবাসা”

মওন্তব্য করুন : রেজা শাওন (২০০১-২০০৭)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।