বিক্ষিপ্ত

পথের বাঁকে স্বপ্নের বেঁচাকেনা
কুয়াশায় মোড়া ভালবাসার অনুরাগ
কিংবা নদীর জলে ভেসে থাকা মন
পাতায় পাতায় ঝরে রক্তের দাগ।

দখিনা বাতাসে সুখের আভাস
ছাদের কোনায় বাস্তবতা চুপচাপ
কিংবা ধুলো বাতাসে বেঁচে থাকা
ল্যাম্পোস্টের আলো পড়ে টুপটাপ।

কবিতার ছন্দে নিঃশ্বাসের পালা
ডুবে থাকি আকাশের নীলে
কিংবা মেঘের উপর ঘুমন্ত শোক
পদ্ম পাতায় জমে রই ভুলে।

টিসু ভিজে যায় আমার ভাবনায়
ডুকরে কাঁদে বালিশের কাভার
কিংবা ভয় লাগে আমার ঝিঝির ডাক
আমি কেন আর নেই যে আমার।

১,০৭৫ বার দেখা হয়েছে

১৪ টি মন্তব্য : “বিক্ষিপ্ত”

মওন্তব্য করুন : শিবলী (১৯৯৮-২০০৪)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।