আমি আর তুমি = আমরা

আজাদ ভাইয়ের পোস্ট দেখে আমার মনে পড়ে গেল যে ছোটবেলায় এরকম কিছু ছন্দ আমিও শুনেছিলাম। আজ আর কিছু লাগিয়ে দিলাম…….

আমি ছেলে তুমি মেয়ে
আমি কাজি তুমি বিয়ে।
আমি আয়না তুমি চিরুনি
আমি পোলাও তুমি বিরিয়ানি ।
আমি বাড়ী তুমি ঘর
আমি নদী তুমি চর ।
আমি চেয়ার তুমি টেবিল
আমি ডিজেল তুমি মবিল।
আমি ভাল তুমি পাগল
আমি গরু তুমি ছাগল।
আমি বই তুমি কলম
আমি ট্যাবলেট তুমি মলম ।
আমি বৃষ্টি তুমি ছাতা
আমি চুল তুমি মাথা ।
আমি টাকা তুমি পয়সা
আমি দাঁড়ানো তুমি বসা ।
আমি শার্ট তুমি টাই
আমি আছি তুমি নাই ।
আমি ফুল তুমি কাটা
আমি ময়দা তুমি আটা ।
আমি সূর্য তুমি চাদ
আমি মেঝে তুমি ছাঁদ ।
আমি কীবোর্ড তুমি মাউস
আমি অজ্ঞান তুমি বেহুস ।
আমি পর্বত তুমি পাহাড়
আমি খাবার তুমি আহার ।
আমি পাতা তুমি গাছ
আমি পুকুর তুমি মাছ ।
আমি আকাশ তুমি মেঘ
আমি ত্বরণ তুমি বেগ ।
আমি লাল তুমি নীল
আমি খাল তুমি বিল ।
আমি মোবাইল ফোন তুমি সিম
আমি মুরগী তুমি ডিম ।
আমি আম তুমি কলা
আমি শক্ত তুমি ঢিলা ।

………….আরো কত কী যে ছিলো তা মনে নাই।নতুন আরও কিছু মনে পরছে।কিন্তু লিখতে বসলে মনে হয় শেষ হবে না।
নিজ দায়িত্বে লিখে নিয়েন.

১,৯১৯ বার দেখা হয়েছে

১৬ টি মন্তব্য : “আমি আর তুমি = আমরা”

মওন্তব্য করুন : আছিব (২০০০-২০০৬)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।