ঘৃণা

রাস্তার পাশের ডাস্টবিন দেখেছ কখনো?
খুব দুর্গন্ধ না?
কী বিশ্রি দেখতে,ঘৃণা চলে আসে।
কিন্তু এখন আর ঘৃণা লাগেনা তেমন ।
কারন-তোমাকে দেখলে আরো বেশি ঘৃণা চলে আসে।

কাল পানির ড্রেনে গোসল করা কাক দেখেছ?
খুব খারাপ না?
কী নোংরা দেখতে,ঘৃণা চলে আসে।
কিন্তু তাকে আর তেমন ঘৃণা লাগেনা আজকাল।
কারন-তোমার কথা মনে হলে আমার আরো বেশি ঘৃণা লাগে।

নর্দমায় মরে থাকা কুকুর দেখেছ?
খুব পচা না?
কী বীভতস দেখতে,ঘৃণা চলে আসে।
কিন্তু তার প্রতিও আমার ঘৃণা কমে যাচ্ছে এখন।
কারন-তোমার কথা ভাবলে আমার আরো বেশি ঘৃণা লাগে ।

কিছু কিছু শব্দ আছে জানিনা শুনেছ কিনা।
গালাগালির চেয়েও ভয়ংকর।
শুনলে কানে হাত দিয়ে চেপে ধরতে হয়,বমি চলে আসে।
কিন্তু আজকাল সেগুলো শুনলেও তেমন কোন ভাবান্তর হয় না ।
কারন-তোমার মিথ্যা কথাগুলো মনে পড়লে আমার ঘৃণা আরো বেড়ে যায় ।

বুড়িগঙ্গার দূষিত পানি
বস্তির পয়ঃনিষ্কাশন ব্যবস্থা
হোটেলের খাবারে দেয়া শিয়ালের মাংশ
ভুতুরে সিনেমায় গলে যাওয়া মানুষে লাশ
যত কিছুই দেখে ঘৃনা আসুক না কেন,
আমার কিছুই হয় না একটুও।
তোমার কাছে সব ঘৃনাই তুচ্ছ।

তবে আজকাল এটা বুঝতে পারি যে,
তোমাকে ঘৃণা করতেও আমার খুব বেশি ঘৃণা হয়।

(লেখাটা আছিব ভাইকে উতসর্গ করলাম কারণ কবিতার নামটা তার কাছ থেকেই পাইছি)

৫,৪৯৪ বার দেখা হয়েছে

১২১ টি মন্তব্য : “ঘৃণা”

  1. রাস্তার পাশের ডাস্টবিন দেখেছ কখনো?
    খুব দুর্গন্ধ না?
    কী বিশ্রি দেখতে,ঘৃণা চলে আসে।
    কিন্তু এখন আর ঘৃণা লাগেনা তেমন ।
    কারন-তোমাকে দেখলে আরো বেশি ঘৃণা চলে আসে।

    ফার্স্টের প্যারাটা বেশি ভাল হইছে।
    প্রেম্পিরিতির্বেল্নাই :chup: :chup: :chup:

    জবাব দিন
  2. আছিব (২০০০-২০০৬)

    :-B 😮 😮 একি???????? 😮

    (লেখাটা আছিব ভাইকে উতসর্গ করলাম কারণ কবিতার নামটা তার কাছ থেকেই পাইছি)

    ভাইএরা আমার,বোনেরা তোমার, আপনারা কি খেয়াল করছেন এই পোলায় কি করছে??? B-)
    অই ব্যাটা ত্যালা,দিলি ত আমারে পাম দিয়া গাছে তুলে,.........যাহ,SBFC (শের-এ-বাংলা ফ্রাইড চিকেন) এ আইসা মুরগীর ঝোল দিয়া পরোটা খাইয়া যাইস,বিল আমি দিমুনে! :hug:
    অফটপিকঃ তুই কুন হলে জিগাইছিলাম x-(

    জবাব দিন

মওন্তব্য করুন : আছিব (২০০০-২০০৬)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।