দোষী

আমার কলম যদি ধারালো ছুরি হয়ে
তোমার বুকে বিধে রক্তাক্ত করে দেয়,
বল এ কি আমার দোষ?

আমার লেখা সবগুলো কবিতা যদি
ঝড় হয়ে এসে তোমায় লণ্ডভণ্ড করে দেয়
বল এ কি আমার দোষ?

তোমার পাঠানো সবগুলো চিঠি যদি
সাপ হয়ে এসে তোমারই গলা চেপে ধরে,
বল এ কি আমার দোষ?

তোমার দেয়া লাইটারটা যদি
আগুন ধরিয়ে কখনো তোমাকেই পোড়ায়,
বল এ কি আমার দোষ?

তোমার কিনে দেয়া পুতুলটা যদি
জীবন্ত হয়ে তোমাকেই থুথু দেয়,
বল এ কি আমার দোষ?

জানি, কোনো দোষই আমার নয়,
স্বার্থপরদের অবস্থা এমনই হয়।

১,৪৪৮ বার দেখা হয়েছে

৩৫ টি মন্তব্য : “দোষী”

  1. আছিব (২০০০-২০০৬)

    কিরে হইছে কি তর? একবার অভিশাপ দিলি, এই বার দোষ দিলি,নেক্সট বার কি ঘৃণা দিবি? ;;; ;))
    অনটপিকঃ চালিয়ে যা,সব্যসাচী সাহিত্যিক হবার প্রচেষ্টাকে সাধুবাদ জানাই :clap:

    জবাব দিন
  2. আছিব (২০০০-২০০৬)

    পুরা অফটপিক ঃ 😮 😮 x-( ,অই তর না পরের দিন (আজ ) পরীক্ষা,পড়াশুনা ছাইড়া দোষ আর অভিশাপ দেয়া শুরু করছস,নাহ তুইও আমার মত পড়াচোর দেখা যায় :party:
    অ্যানিওয়ে, ইইই -তে যারা পড়ে,তারা পড়াচোর হয় না, :-B আশা করি এক্সাম ভালা দিছস 🙂

    জবাব দিন
  3. আহমদ (৮৮-৯৪)

    এই পোলাটার মাথাটা জাদুঘরে দিতে হবে।
    ডিসপ্লের নীচে হেডিং হবে The Lunatic Head of CCB
    ঘটনা কি ভাই, সব দেখি দোষ, ঘেন্না এইসব নিয়াই আছো।
    যাউগ্যা, চালায় যাও। লিখা ভাল ছিল।
    আমি কবিতা লিখতে পারি না। আমার হিংসা হয় :duel: :bash:


    চ্যারিটি বিগিনস এট হোম

    জবাব দিন

মওন্তব্য করুন : শাহরিয়ার (২০০৪-২০১০)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।