অভিশাপ

আমি তোমাকে অভিশাপ দিচ্ছি
তুমি আর কথা বলতে পারবে না।
কথা বলতে গেলেই কুকুরের মত ঘেউ ঘেউ
শব্দ বের হবে তোমার মুখ থেকে।

আমি তোমাকে অভিশাপ দিচ্ছি
তুমি আর কাঁদতে পারবে না।
যখনই তুমি কাঁদতে যাবে ফোটা ফোটা
রক্ত বের হবে তোমার চোখ থেকে।

আমি তোমাকে অভিশাপ দিচ্ছি
তুমি আর নিঃশ্বাস নিতে পারবে না।
যখনই নিঃশ্বাস নিতে যাবে, পৃথিবীর সকল দুর্গন্ধ
সব আবর্জনা তোমার নাকে প্রবেশ করবে।

আমি তোমাকে অভিশাপ দিচ্ছি
তুমি আর খেতে পারবে না।
খুব খিদে পেলে যখন খেতে যাবে
খাবারগুলো পোকা হয়ে কিলবিল করতে থাকবে।

আমি তোমাকে অভিশাপ দিচ্ছি
তুমি আর হাঁটতে পারবে না।
পথে বের হলে প্রতিটি ধূলিকণা কাঁটা হয়ে
তোমার পায়ে বিধে রক্ত ঝরাবে।

আমি তোমাকে অভিশাপ দিচ্ছি
তুমি আর কিছু শুনতে পারবে না।
অনেক আগ্রহ নিয়ে যখন কিছু শুনতে যাবে
মৃদু সুরও তোমার কাছে বজ্রপাতের চেয়েও ভয়ঙ্কর লাগবে।

আমি তোমাকে অভিশাপ দিচ্ছি
তুমি আর কিছুই ভাবতে পারবে না।
সবকিছু মেনে নিয়েও যখন বাঁচতে চাইবে
তখনই আমি আবার অভিশাপ দেব।
তুমি ধ্বংস হয়ে যাবে।

৩,৬৪৬ বার দেখা হয়েছে

৫০ টি মন্তব্য : “অভিশাপ”

  1. মেহবুবা (৯৯-০৫)

    অভিশাপ বাণী পড়ে পরানটা জুড়ায় গেল। 😀
    আমারো একজনরে ইরাম অভিশাপ দিয়ে মঞ্চায়। 😉
    জটিল অভিশাপ।তয় এ্ককান কতা,থুতু উপরে ছিটালে তা কিন্তু নিজের গায়েই লাগে।

    জবাব দিন
  2. তাইফুর (৯২-৯৮)
    আজ এখানে, এই রক্ত গোধূলি'তে দাঁড়িয়ে অভিশাপ দিচ্ছি ...

    শামসুর রাহমান এর মত তোমার অভিশাপ গুলা যুদ্ধাপরাধীদের দাও
    ভাল শোনাবে ... (সম্পাদিত)


    পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
    মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥

    জবাব দিন
  3. ধুর ভাল্লাগে নাই
    এইটা কোন কথা হয়লো??

    আমি তোমাকে অভিশাপ দিচ্ছি
    তুমি আর নিঃশ্বাস নিতে পারবে না।
    যখনই নিঃশ্বাস নিতে যাবে, পৃথিবীর সকল দুর্গন্ধ
    সব আবর্জনা তোমার নাকে প্রবেশ করবে।

    আমি তোমাকে অভিশাপ দিচ্ছি
    তুমি আর খেতে পারবে না।
    খুব খিদে পেলে যখন খেতে যাবে
    খাবারগুলো পোকা হয়ে কিলবিল করতে থাকব

    কি সব বিশ্রী বিশ্রী অভিশাপ 🙁

    জবাব দিন

মওন্তব্য করুন : জেরিন

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।