শুভ জন্মদিন…ইনটেক’৯৭

লোগো

লোগো

বেশ কিছুদিন ধরে আবারো স্বরূপে ফিরেছে সিসিবি… :guitar: :awesome: দিহান ভাবি কাম আপ্পুর একচ্ছত্র আধিপত্য :gulli2: :gulli2: ,সানাভাইয়ের দিযুগী প্রতীক্ষার অবসান,এসএসবিঃসর্ষেয় ভূত’এর মাধ্যমে জুনা ভাইয়ের ‘ভাবি মাসুদ রানা’ হয়ে উঠা,নীলা’র বদৌলতে জাবিরের ফর্মে ফেরা,বর্ষণমুখর সন্ধ্যায়ে সামীউরের কণ্ঠে বাদলা দিনের গান ,ভাবিপ্পুর কাছে মাস্ফুর খিচুরি খাওয়ার বায়না(মাস্ফুর নাম ভাঙ্গিয়ে নিজের আবদার পেশ করার চেষ্টা 😉 ),রকিবের বিখ্যাত চায়ের দোকানের স্পেশাল পাত্তির :teacup: রমরমা ব্যবসা,মার্জনামূলক পোস্টের মাধ্যমে আন্দালিব ভাইয়ের সিসিবিতে ফেরা,আদনানের জ্যাকসন প্রীতির বহিঃপ্রকাশ =(( ,মাস্ফুর ব্যান চেয়ে রায়হানের ব্যাপক গণসংযোগ :khekz: ,কামরুল ভাই,ফয়েজ ভাই ,রবিন ভাইদের চমৎকার সব লেখনীর মোহ…সবমিলিয়ে আজকাল দিনের অনেকটা সময় সিসিবিকে দিতে হচ্ছে।ভাবলাম এই জম্পেশ :party: নিজেকে শামিল করার সুযোগটা না হারাই…একটা সুবর্ণ সুযোগও পেয়ে গেলাম…ক্যাডেট কলেজের ইনটেক’ ১৯৯৭-২০০৩ এর ১২তম জন্মদিন…সেই সোনালী দিনগুলির স্মৃতি রোমন্থন… আরো একযুগ পিছে ফিরে দেখা… :dreamy:

৩রা জুলাই,১৯৯৭।বৃহস্পতিবার।একঝাঁক তরুণ প্রাণের আগমনে সজীব হয়ে উঠেছিল জেসিসি সহ দেশের বাকি ক্যাডেট কলেজের আঙ্গিনা।একজন ক্যাডেটকে কোন দ্বিগ্বিজয়ী যোদ্ধার সমাসনে বসালেও অত্যুক্তি হবেনা।কারন ,কঠোর এক অগ্নিপরীক্ষায় উত্তীর্ণ হতে হয়েছে…’মেধা’ নামক কষ্টিপাথরে বিভিন্ন ধাপে যাচাই করতে হয়েছে নিজেকে।এই বিশেষদিনের অনুভূতি কখনও ভুলে যাওয়ার নয়।আজ এই বারটি বসন্ত পরও সেই তৃপ্তির চিরন্তন স্বাদ অনুভব করছি।

মা-বাবাকে ছেড়ে বাইরে থাকার কোন অভিজ্ঞতা আমার ছিলনা…সূতরাং বাড়তি একটা মানসিক চাপে স্বাভাবিকভাবেই ভুগছিলাম…সে সাথে ক্যাডেট কলেজ নামক ‘ক্ষুদ্রায়তনের জেলখানা’ :frontroll: :chup: এর ব্যাপারে সবরকম ব্রিফিং আগেভাগেই পেয়েছিলাম মুন্না ভাইয়ার(ক্যাডেট আজীজ,জেসিসি-২৮) কাছ থেকে। সবমিলিয়ে এক মিশ্র অনুভূতিকে সঙ্গী করে জেসিসির শ্যামলিমাময় আঙ্গিনায় আমার ক্যাডেট কলেজ জীবনের সূচনা।

‘সুশিক্ষিত জনই সুবিবেচক’…এই মূলমন্ত্রকে ধারণ করে শিক্ষকদের সুযোগ্য তত্ত্বাবধান আর সিনিয়র ভাইদের সঠিক পথনির্দেশনায় নিজেকে বিকশিত করার সুযোগ পেলাম…আর পিছে ফিরে তাকাতে হয়নি।তাই আজ এক যুগ পর আবারও শ্রদ্ধাবনত হয়ে কৃ্তজ্ঞচিত্তে স্মরণ করছি আমার ভালোবাসার এই বিদ্যাপিঠকে… :salute: ক্যাডেট মাত্রই সমস্বরে এই কীর্তন করতে দ্বিধা করবেনা। এই শুভক্ষণে ইনটেক’ ১৯৯৭-২০০৩ এর বন্ধুদের জানাই জন্মদিনের শুভেচ্ছা…

আর সেই সাথে সকলের জন্য শুভকামনা। ‘লং লিভ ইনটেক’৯৭…লং লিভ সিসিবি…’

৪,১২৬ বার দেখা হয়েছে

৫৮ টি মন্তব্য : “শুভ জন্মদিন…ইনটেক’৯৭”

  1. মাসরুফ (১৯৯৭-২০০৩)

    ওরে ওরে ওরে আইজকা আমার জন্মদিন-সেই সাথে আমাগো ব্যাচের পুলাপাইন সক্কলের জন্মদিন!তানানানানা রে না রে না...(কপিরাইটঃদালের মেহেদী)

    ১২ বছর আগে এই দিনটায় ক্যাডেট কলেজে গিয়েছিলাম।এর পর থেকে এমন একটা দিনও যায়নি যখন কলেজের কথা ভাবিনি।ক্যাডেট কলেজ নিয়ে আমার আবেগটা বাড়াবাড়ি পর্যায়ে চলে যাওয়ায় নিজেকে একা ভাবতাম-মনে হত খালি আমি একাই বোধহয় এটা নিয়ে লাফালাফি করি।কিন্তু সিসিবিতে এসে দেখলাম এ ক্যাডেট কলেজ নিয়ে মাতামাতির প্রতিযোগিতায় আমি নিতান্তই এ্যামেচার-আমার চেয়েও বড় বড় পাগল এইখানে আছে!!!

    এই কে কোথায় আছিস(জুনিয়র আর দোস্তদের বলছি) তোরা সব জয়ধ্বনি কর,আজ ৯৭ ব্যাচের জন্মদিন!(ক রাঃ চৌধুরি জাফরুল্লা শরাফত)

    জবাব দিন
  2. মাস্ফ্যু ভাইদের '৯৭ ব্যাচের বাড্ডে...
    :party: :party:

    আগের মত তো আর সবাই মিলে কিছু করতে পারবেন না... কেউ যদি পৃথিবী ছেড়ে চলে গিয়ে থাকেন-- তাদের জন্য দোয়া করবেন জাহিদ ভাই।

    হেপি বাড্ডে :guitar:

    জবাব দিন
  3. তারেক (৯৪ - ০০)

    তোমরা তো দেখি ব্যাপক আরামে ছিলা, জুলাই মাসে গিয়া ঢুকসো, তার মানে রগড়া-পাঙ্গা-প্যারেড সবই কম খাইসো নভিসেস প্যারেড এর আগে!
    শুভেচ্ছা সবাইরে। :party:


    www.tareqnurulhasan.com

    জবাব দিন
  4. মুসতাকীম (২০০২-২০০৮)
    জন্মদিনের শুভেচ্ছা রইলো ৯৭ এর ভাইয়া-আপুদের জন্য।


    "আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"

    জবাব দিন

মওন্তব্য করুন : কামরুল হাসান (৯৪-০০)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।