আরো কত দূর, বলো মা!

= বাংলাদেশের ইতিহাসে সংযোজিত হল আরো একটি বেদনাদায়ক, মর্মান্তিক ও লজ্জাস্কর অধ্যায়।
= স্নেহাস্পদ মশিউর, রহমান শফিক সহ আরো অনেক সেনাবাহিনীর উর্ধতন কর্মকর্তাদের এই মর্মান্তিক হত্যাকান্ডে অত্যন্ত মর্মাহত।
= বিডিআর সপ্তাহ উদ্‌যাপনের সময় ইন্টেলিজেন্সের ব্যর্থতা আর কুচক্রীমহলের ষড়যন্ত্রে প্রাণ দিতে হল দেশপ্রেমিক সেনাবাহিনীর তথা বাংলাদেশের সোনার সন্তানদের।
= এই অপূরণীয় ক্ষতি আমাদের দেশের জন্য বড় বেশি ভারী।
= এই মূহুর্তে বাংলাদেশের বেশিরভাগ বিডিআর সেক্টরগুলো নেতৃত্ববিহীন অবস্থায়। দেশ আজ এক মহা সংকটময় পরিস্থিতিতে পড়েছে।
= টেলিভিশনে শুনলাম (জনাব নানক) দীর্ঘদিনের ষড়যন্ত্র ও কোটি কোটি টাকা ব্যায় করে এই পরিকল্পনা।

= আমার প্রশ্ন, কারা এই কোটি টাকা ব্যায় করেছে? কিভাবে একটি নিয়ন্ত্রিত বাহিনীর সদর-দপ্তরে লিফ্লেট ছড়ানো হয়েছে? কারা এই সুপরিকল্পিত ষড়যন্ত্রে ইন্ধন যুগিয়েছে?
= হয়তো এই সকল প্রশ্নের উত্তরে খুঁজে পাওয়া যাবে তথ্য।
= স্রষ্টার কাছে প্রার্থনা করি বিদেহী আত্মাদের মাগফেরাত।
= প্রার্থনা করি, কুচক্রী ষড়যন্ত্রকারীদের কালো মুখোশ উন্মোচিত হোক। তাদের যথোপযুক্ত শাস্তি হোক।

১,৬৬৩ বার দেখা হয়েছে

১৩ টি মন্তব্য : “আরো কত দূর, বলো মা!”

  1. মুহাম্মদ (৯৯-০৫)

    আমরা এই ষড়যন্ত্রের সবকিছু জানতে চাই। কারা কারা এতে অংশ নিয়েছে, কারা কারা ইন্ধন জুগিয়েছে তাদের সবার বিচার চাই। দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আশাকরি সরকার আমাদের হতাশ করবে না...

    জবাব দিন
  2. হাসান (১৯৯৬-২০০২)

    তারিক ভাই, আপনার সাথে একমত । এত বড় ঘটনার পেছনে কিছু একটা আছে ।

    প্রার্থনা করি খুনীরা শাস্তিপাক আর শান্তিপাক আমার ভাইদের বিদেহী আত্মারা ।

    জবাব দিন
  3. আজীজ হাসান মুন্না (৯১-৯৭)

    তারিক ভাই,
    আপনার কথা আমাদের সবারই মনের কথা ...
    ডালিম ভাই,
    এই জঘন্য ঘটনা আমাদেরকে বাক রুদ্ধ করে দিয়েছে ...

    @দেশবাসীর গোচরে আসা উচিৎ, কারা এই পুরো ইস্যুটিতে মাস্টারমাইন্ড!@

    জবাব দিন

মওন্তব্য করুন : তৌফিক (৯৬-০২)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।