আমি এক মানুষ

আমি এক মানুষ
চরম আত্নকেন্দ্রিক লোভীদের মাঝে
নির্লোভ থাকার চেষ্টায় রত,
অথচ প্রকৃতিতে ফলজ বৃক্ষ প্রসব বেদনার পর ,
শ্রাবনের প্রতিক্ষণেই সিক্ত;
আলো বাতাশ আর বৃষ্টির ত্রিমাত্রিক প্রেমে হাবুডুবু,পাতাদের হাস্য উজ্জল নৃত্য।

আমিতো মানুষ, আমার সমাজ আছে, আমি বেঁচে আছি
তাই পাওয়ার আশা না করে কল্পনাকে ভালবেসেছি।

যৌবনের উষা লগ্ন থেকে জীবনের শেষ র্পযন্ত
প্রতেকেই ভালবাসার নৌকাই পাল তুলে একাধিকবার;
তবু ভরেনা মন ভরেনা হৃদয়ের প্রান্ত।

একবার জিজ্ঞাসা করেছিলাম এক প্রিয় মানুষ কে
ভালোবাসা কি ?
বলেছিল............বুকের মাঝে একটি উড়ন্ত প্রজাপ্রতি।

বিয়ে-বিবাহ কি?
একই ছাদের নিচে দুটি প্রাণের সমঝতার মাতামাতি।

তা হলে প্রশান্তি কোথায় ?
ভালোবাসা প্রাপ্তিতে ।

আমি এক মানুষ, আমার প্রাপ্তি কোথায় ?
১,৩১৩ বার দেখা হয়েছে

৫ টি মন্তব্য : “আমি এক মানুষ”

    • দিন গুলো কেমন করে সুতার বন্ধন কেটে অজানা দিগন্তে পারি দিয়েছে । আমার জানা মানুষ গুলো কেমন করে দূরে সরে যাচ্ছে । আমি আজ ক্লান্ত পথিক আকাশ পানে চেয়ে থাকি, ভাবি সেই কৈশোর আর যৌবনের কথা।

      জবাব দিন
  1. খায়রুল আহসান (৬৭-৭৩)

    এখানে কবিতাটা পড়তে অসুবিধা হচ্ছে। কাভার পেইজে যতটুকু এসেছে, স্বাচ্ছন্দ্যে পড়েছি। কবিতা যতটুকু বুঝেছি, তাতে মনে হয়, ভালোবাসার আকুতি কোনদিন শেষ হবার নয়। প্রজাপতির মতই ভালোবাসা কখনো আসে, কখনো উড়ে যায়, যাবার আগে কারো কারো জীবনে রঙ ছড়িয়ে যায়।

    জবাব দিন
  2. পারভেজ (৭৮-৮৪)

    মিড-লাইফ ক্রাইসিস এর অমোঘ বানী "কি দিলাম? কি পেলাম?? কি হারালাম??? আর কি কি পেতে পারতাম????" - এর ধ্বনি প্রতিধ্বনি শুনলাম যেন......


    Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.

    জবাব দিন

মওন্তব্য করুন : সাইদুল (৭৬-৮২)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।