এ তোমার ভিন্ন স্পর্শ

তোমা থেকে দুরে কতই না রাত কাটিয়েছি,
অথচ তোমার শীতল স্পর্শ
আমি অনুভব করেছি।

যখন আমি ছিলাম রুয়ান্ডায়,
অগনিত শিশু, নারী ও বৃদ্ধের অংগ
প্রত্যঙ্গহীন বিকলাঙ্গ লাসের সাথে
তোমার শীতল স্পর্শ
আমি অনুভব করেছি।

সুদান বা কঙ্গোতে দেখেছি-
অগনিত ক্ষুধার্ত-মানব সন্তানের
খাদ্য নিয়ে কাড়াকাড়ি।

অবরোধের নিস্পেষনের যাতাকলে পড়ে
ইরাক ও লিবিয়ার অন্নহীন, বস্ত্রহীন মানব সন্তানেরা
দুঃখ বুকে নিয়ে অনুভূতিহীন এক লাশ হয়ে গেছে।
তবু তোমার উষ্ণ স্পর্শ
আমি অনুভব করেছি।

স্পর্শ থেকে আনন্দ,
তারপর সৃষ্টির উল্লাস,
সৃষ্টি হয় পৃথিবীর শ্রেষ্ঠতম উপহার মানব সন্তান।
অথচ অঙ্গ আঙ্গির এ স্পর্শ,
অন্তরের ভালোবাসাবাসির উপরে চলে গেলেই;
তখন শুধু পরে থাকে ঐরুপ রক্ত মাংশের লাশ।

৯৪৫ বার দেখা হয়েছে

২ টি মন্তব্য : “এ তোমার ভিন্ন স্পর্শ”

  1. সাইদুল (৭৬-৮২)

    ইরাক ও লিবিয়ার অন্নহীন, বস্ত্রহীন মানব সন্তানেরা
    দুঃখ বুকে নিয়ে অনুভূতিহীন এক লাশ হয়ে গেছে।


    যে কথা কখনও বাজেনা হৃদয়ে গান হয়ে কোন, সে কথা ব্যর্থ , ম্লান

    জবাব দিন

মওন্তব্য করুন : মোস্তাফিজ (১৯৮৩-১৯৮৯)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।