সেনাবাহিনীতে সিভিলদের প্রচলন

কদিন আগেই একটা কোর্স করে আসলাম । সামান্য কিছু টিএ ডিএ পাওয়ার কথা । এ জন্য আমার ক্লার্ক যতবার এফসি তে যাওয়া আসা করছে তার আক্ষরিক মূল্য কোন অংশেই সম্ভাব্য প্রাপ্ত অর্থের কম না ।
রুমে এসে বললাম, ধুর … কেন যে এই আর্মিতে সিভিলিয়ান রাখছে! শালারা ………. ……………………………… ………… …………………..(সবকথা লিখার মত না।)  মেহেদি বলল,  জানস না!!! এইডা তো সবাই জানে…

অনেকদিন আগের কথা । মানুষ তখনও ওয়াসার সাপ্লাই পানি খেতে শিখে নাই । সেনাবাহিনীর প্রতিটি ইউনিটে একটা নলকূপ আর একটা কুয়া ছিল । সৈনিকদের রান্না আর গোছলের জন্য কুয়া, খাওয়ার জন্য নলকূপ ব্যবহার করা হত । তবে কুয়ার পানি কতটা স্বাস্থ্যসম্মত তা যাচাই করতে মাঝে মাঝেই সিনিয়র অফিসাররা ইউনিট ভিজিটে আসতেন ।

ডিভিশনের কর্নেল স্টাফ একদিন কোনো এক ইউনিটের কুয়া দেখতে আসলেন । উনি উপুড় হয়ে পানির দিকে তাকাতে গিয়ে পানিতে পরে গেলেন । সাথে সাথে ইউনিটে হৈ চৈ পড়ে গেল। এই খবর জিওসির কানেও পৌছল ।

সৈনিকরা একটা লম্বা রশি ফেলল । ৬ জন মিলে রশি ধরে টেনে টেনে তুলতে লাগল। উনি কাছাকাছি আসতেই সৈনিকরা রশি ছেড়ে দিয়ে তাঁকে স্যালুট করল । তিনি নিচে পড়ে গেলেন ।

এইভাবে অনেকক্ষণ চলতে লাগল ।

একসময় জিওসি বিরক্ত হয়ে নিজে চলে আসলেন । উনি বললেন, এবার আমি রশি ধরে রাখব। তোমরা (সৈনিকরা) একটু দূরে চলে যাও । কর্নেল যেন তোমাদের দেখতে না পায় । এখনতো আর স্যালুট দেওয়ার ঝামেলা থাকছে না!

কর্নেল স্টাফ আবার উঠতে লাগলেন । কাছাকাছি এসে উনি দেখলেন জিওসি দাড়িয়ে আসেন । এবার উনি জিওসিকে স্যালুট দিলেন । যথারীতি তিনি আবারো নিচে পড়ে গেলেন ।

উনাকে সেনাবাহিনী উদ্ধার করতে পারে নি । শুনেছি শেষে দুজন সিভিলিয়ান উনাকে টেনে তুলেছিলেন ।

মেহেদীর ভাষ্যমতে এরপর থেকে সেনাবাহিনীতে সিভিলিয়ানদের প্রচলন শুরু ।

১,৩০৩ বার দেখা হয়েছে

১৭ টি মন্তব্য : “সেনাবাহিনীতে সিভিলদের প্রচলন”

  1. স্যার আরও কিছু গল্প লিখেন । ভবিষ্যতে এগুলু সেনাবাহিনীর ইশপের গল্প হিসেবে পরিচয় পাবে। প্রথম দিকের আলোচক- সমালোচক হিসেবে আপনার সাথে সাথে আমরাও বিখ্যাত হয়ে যাব।

    :goragori: :goragori: :goragori:

    জবাব দিন
  2. মোকাব্বির (৯৮-০৪)

    জিওসি সাহেব আসার পরেই বুঝছিলাম আরো একবার ফাক আপ হবে।

    এবং হইলো।

    এবং হাসতে হাসতে গড়াগড়ি দিলাম! =)) =)) =)) =)) =)) =)) =))


    \\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
    অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\

    জবাব দিন
  3. হারুন (৮৫-৯১)

    "মেহেদীর ভাষ্যমতে এরপর থেকে সেনাবাহিনীতে সিভিলিয়ানদের প্রচলন শুরু ।"
    একেই বলে এইড টূ মিলিটারি পাওয়ার হা হা


    শুধু যাওয়া আসা শুধু স্রোতে ভাসা..

    জবাব দিন

মওন্তব্য করুন : মহিউদ্দিন (২০০২-২০০৮)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।