ব্যাক্তিগত একটি সংবাদ নিয়ে একটি আজাইরা পোস্ট

একটা গল্প আছে মিথ্যাবাদী রাখালের। সেই গল্প সবাই নিশ্চয় জানেন অতএব তার উল্লেখে সবাইকে বিরক্ত করাটা অনুচিত হবে। তাই গল্পটা আর মনে করানোর ধৃষ্টতা দেখালাম না। তবে যেহেতু তার উল্লেখ ঘটেছে এই পোস্টে অতএব তার সাথে মিল বা বেমিল ব্যাখ্যা করতে আমি বাধ্য। এই গল্পটা আমরা খুব ব্যবহার না করলেও গল্পের শিরোনামটা বেশ ব্যবহৃত আমাদের কলেজে বিশেষ করে দুটি হাউসে। তার কারণ অবশ্য শিরোনামে একজন শ্রদ্ধেয় শিক্ষকের নামোল্লেখে। যা হোক ভূমিকা খুব বেশি হয়ে যাচ্ছে। এত সব কিছু বলার উদ্দেশ্য হচ্ছে একটা কথাই বলা সেটা হলো ব্যাক্তিগত জীবন নিয়ে আমি অনেক ব্যস্ত মোবাইল থেকে ব্লগ পড়ছি, লোডশেডিং জ্যাম ব্লা ব্লা…..। তা এই পুরাতন কথাটা আবার বলার আগেই মিথ্যবাদী রাখালের গল্পটা মনে পড়লো। কারণ সিসবিতে আমার এই কথাগুলো (সত্য হোক আর অসত্যই হোক) মোটামুটি প্রবাদতুল্য জায়গায় পৌঁছে গেছে। অতএব আমার অবস্থান বর্তমান সিসিবিয়ানদের কাছে মিথ্যাবাদী রাখালের ন্যায় হতে বাধ্য।

ভূমিকা পোস্টের অনেক বড় হয়ে গেছে। কারণ ভূমিকা ছাড়া এই পোস্টে কন্টেন্ট বলে তেমন কিছু নেই। কন্টেন্টের উদ্দেশ্য আমার ব্যস্ততার কারণ ব্যাখ্যা করা অথবা একটা শুভ সংবাদ শেয়ার করার জন্য ব্যস্ততার ভান করে তার কারণ ব্যাখ্যা করা। খবরটা আমার নিজের ব্যাক্তিগত জীবনের সংবাদ এবং সিসিবি যেহেতু আমার আরেক ফ্যামিলি তাই শেয়ার করার তাগিদ অনুভব করলাম। আর সেটা হলো জীবনের ২৭ বসন্ত পার করে আমার ব্যাচেলর জীবনের অবসান ঘটেছে গত ১১ই মার্চ। আনুষ্ঠানিকতা সম্পন্ন করে পুরো পরাধীনতার বেড়ী ( এই শব্দটি বন্ধুদের মজা করে দেয়া) আমার পায়ে পড়ছে সামনেই। আর বিবাহোত্তর সম্বর্ধনা অনুষ্ঠান ২৭ শে মার্চ দুপুরে। এইসিসবি সূত্রে পরিচিত হওয়া শ্রদ্ধেয় আর স্নেহের সকলকে দাওয়াত রইলো ২৭ তারিখ,অফিসার্স ক্লাব, বেইলী রোডে।

ও হো যাহোক, পোস্ট দেয়ার মূল উদ্দেশ্য ছিলো আমার ব্যস্ততার কারণ ব্যাখ্যা করা। সবাই নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেছেন নতুন জীবনের ঢোকার দরজা তৈরিতে আমি আসলেই অনেক ব্যস্ত।

(পুনশ্চ : সিসিবির জন্য একটি কার্ড ব্লগ প্রিন্সিপালের কাছে পৌছে দেয়া হয়েছে।)

৭,০৩৫ বার দেখা হয়েছে

৮১ টি মন্তব্য : “ব্যাক্তিগত একটি সংবাদ নিয়ে একটি আজাইরা পোস্ট”

  1. আহসান আকাশ (৯৬-০২)

    :(( :(( :(( :(( ( তোর কোরবানী হবার শোকে না, ঐ দিন আমি চট্টগ্রাম থাকব, দাওয়াত খাইতে আসতে পারব না সে দুঃখে......)

    নতুন জীবনের জন্য শুভ কামনা ।


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন
  2. রকিব (০১-০৭)

    অভিনন্দন আমিন ভাই; নবজীবনের জন্য রইলো শুভকামনা। আপনিও তাইলে ফয়েজ ভাইয়ের দোয়াপ্রার্থী হতে যাচ্ছেন 😛 ।
    মধুচন্দ্রিমাটা নায়াগ্রার পাড়ে এসে করেন। 😀


    আমি তবু বলি:
    এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..

    জবাব দিন
  3. আন্দালিব (৯৬-০২)

    এই জন্যেই তো বলি তোরে বরবর লাগতেছে কেনু কেনু কেনু??

    আইসা পড়মু চিন্তা নাই দোস্ত! :grr: :grr:

    তোর নতুন জীবন শুভময় হোক, ভাবীকে আর তোকে অনেকগুলো অভিনন্দন। :clap:

    জবাব দিন
  4. কামরুল হাসান (৯৪-০০)

    একটা গল্প মনে পড়লো। তারাপদ রায়ের 'স্ত্রী রত্ন' নামে একটা রম্যরচনায় পড়েছিলাম।
    -
    অনেক গাড়িতে নাম্বার প্লেটের পাশে 'এল' (L) লেখা থাকে। এই 'এল' মানে লার্নার, শিক্ষার্থী। যারা নতুন নতুন গাড়ি চালানো শিখছে তারা 'লার্নার লাইসেন্স নিয়ে গাড়ি চালায়।
    তো, একবার ষোল/সতেরো বছরের দুটি ছেলে মেয়ে ম্যারেজ রেজিস্টারের অফিসে গেল বিয়ে করতে। বয়স যাচাই করে রেজিস্টার সাহেব তাদের বললেন, তোমরা বিয়ের উপযুক্ত হওনি। প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত তোমাদের অপেক্ষা করতে হবে।'
    অনেক ভেবে চিন্তে ছেলে-মেয়ে দুটি তখন রেজিস্টার সাহেবকে বললো, 'আমরা কি আপাতত লার্নার লাইসেন্স পেতে পারি? ' 😀
    --------

    কাইয়ুম ভাই যেভাবে লাইন ব্লক কইরা খাড়াইয়া আছে, উনারে সম্মান দেখাইতে গেলে এই জীবনে আমার আর বিয়ে করা হবে না। ওইদিকে জুনিয়র পোলাপাইন সমানে লাইন ব্রেক কইরা কাম সাইরা ফেলতেছে।
    তাই ভাবতেছি , আপাতত একটা লার্নার লাইসেন্স দিয়া কাম চালাইলে কেমন হয় ! 😉


    ---------------------------------------------------------------------------
    বালক জানে না তো কতোটা হেঁটে এলে
    ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।

    জবাব দিন
  5. তৌফিক (৯৬-০২)

    ওয়েল্কাম টু দ্য ক্লাব। 🙂

    (এই ক্লাবে যারা আসতে পারে নাই এখনো, তারা বিভিন্ন আঙ্গুর ফল টক মার্কা কথাবার্তা বলে। যেমন মৃতদের ক্লাব, কোরবানীকৃতদের ক্লাব ইত্যাদি... :grr: সুতরাং ভয় পাইয়ো না। কিন্তু কথা হইল গিয়া, জুনিয়ার পোলাপাইন তোমার সমুন্ধী হইয়া গেল যে 😉 )

    জবাব দিন
  6. কাইয়ূম (১৯৯২-১৯৯৮)

    অভিনন্দন আমিন, দোকলা জীবন আনন্দের হোক।
    এখানেই থেমে গেলে চলবেনা কিন্তু, তোকে অনেকদূর যেতে হবে 😉

    (ফয়েজ ভাইএর স্পেশাল দোয়াটা দিমু কিনা চিন্তা করতাছি, না থাক, আরো কয়েকটা মাস যাক 😛 )


    সংসারে প্রবল বৈরাগ্য!

    জবাব দিন
  7. সানাউল্লাহ (৭৪ - ৮০)

    অভিনন্দন আমিন আবারো। একই সঙ্গে তোমার পার্বতীকেও (সাথী) অভিনন্দন। :hatsoff:

    আশা করছি তোমার ২৭ তারিখ অফিসার্স ক্লাবে সিসিবির একটা গেট-টুগেদার হবে! কব্জি ডুবাইয়া খাওয়ার পোলাপাইন যে কই গেল!! ~x( ~x( ~x(

    বয়েজ অ্যান্ড গার্লস, (প্রিন্সিপালের ঘোষণা) সিবিবির সবাইকে আনুষ্ঠানিকভাবে নিমন্ত্রণ জানিয়েছে আমিন। গতকাল দুপুরে আমার অফিসে এসে আনুষ্ঠানিকভাবে "ক্যাডেট কলেজ ব্লগ" নামে একটা চমৎকার কার্ড দিয়ে গেছে। তাই সবাই গেট ......... সেট ....... রেডি............. :awesome: :awesome: :awesome:


    "মানুষে বিশ্বাস হারানো পাপ"

    জবাব দিন
  8. আমিন ভাই,অনেক অনেক শুভকামনা,আপনাদের দুজনকেই।আশা করছি ভাবি কে খুব তাড়াতাড়ি সিসিবি তে দেখতে পাবো। 😀
    আমারও অনেক বিয়ে করার শখ।বিয়ে করতে মঞ্ছায় খুবই :dreamy:

    জবাব দিন
  9. ওয়াহিদা নূর আফজা (৮৫-৯১)

    খবরটা একটু দেরীতে দেখলাম। অনেক অনেক শুভেচ্ছা। ইস বিয়ে খাইতে মঞ্ছায়। আমাদের দেশে কেন "বিয়ে খাওয়া" বলে তার ব্যাপারে একটা পোস্ট চাই ছবি সহ।


    “Happiness is when what you think, what you say, and what you do are in harmony.”
    ― Mahatma Gandhi

    জবাব দিন

মওন্তব্য করুন : Adnan JCC (97-03)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।