ফুল ও নারী

নারী
ফুল

নারী ফুলের মতো

ফূল চারপাশে পাপড়ি ছড়ায়
সুবাস ছড়িয়ে হাসে-
-অনাবৃত হাসি

ফুল নারীর মতো,
নারী ফুলের মতোই নিজেকে ছড়ায়

নারী
নিজের বিকাশে বিমোহিত হয়
আলো-আধাঁরে, লোকারণ্যে-নির্জনে
প্রকাশিত হতে চায়…

ফুলের মতোই নারী
সুবাস ছড়ায়

আবরণ ছেড়ে এসে
নিজেকে মেলে ধরে
আনন্দ পায়
রমণী

নারী ফুলের মতো
নারী দ্রৌপদী..

৯৯৮ বার দেখা হয়েছে

৬ টি মন্তব্য : “ফুল ও নারী”

  1. নূপুর কান্তি দাশ (৮৪-৯০)

    বাহ্‌!
    শেষ লাইনটা বুঝতে পারিনি।
    কিন্তু গোল গোল হয়ে তোমার উপলব্ধি দুটোর একে অন্যকে অনুসরণ করাটা ভালো লেগেছে।আইডিয়াটা মাথায় রেখে একটু নাড়াচাড়া করে যাও কয়েক বছর। এ লেখাটাই অন্যরকমভাবে লিখতে চাইবে হয়তো তুমি, আরেকটু পরিণত করে।

    জবাব দিন

মওন্তব্য করুন : আলীম (২০০১-২০০৭)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।