এক সন্ধ্যাক্ষণে আশ্বিনের বর্ষণে ,

আশ্বিনের বর্ষা বিকেলে তোমাকে আবার মনে পড়ে
নির্বোধ প্রেমিক..!
ভুলতেও পারে না কৃষ্ণমেঘের গোপন অশ্রুধারা,

রোদঝরা দুপুরে গুমোট মেঘের মতো যুবতীর মুখখানা দেখে
একবার বর্ষণ হয়েছে দস্যুছেলের প্রস্তর রাজ্যে
মার্বেল চোখদুটো ছলছল করেনি
তবে স্বপ্নকুমারের ভাংগা স্বপ্নগুলো ঝনঝন করেছে

সাঁঝের আঁধার-আলোয় আকাশ কাঁদে
মিশে যায় টপটপ ফোটা পুকুরের ঢেউয়ে

রিমঝিম শব্দে মনে জাগে উতলা ঢেউ
বৃষ্টির ছিটে ফোটা ভিজিয়ে দেয় নয়নতারা

প্রেমিকা হয়ে কালো মেঘ কাঁদে
যুবক এখন জল চায় সন্ধ্যার চোখে,

বকুল তলায় ভেজাকাক ভাবে শরত রাণীর কথা

প্রেমিকারা ডিভানে শুয়ে কাঁচের জানালা দিয়ে দেখে
বর্ষাধারা, আর মনে মনে ভাবে-
অবোধ প্রেমিক অকারণে করে শুধু পাগলামিপনা।

—–ডন আলীম, ২৮.০৯.২০১০.

৮১৯ বার দেখা হয়েছে

১৪ টি মন্তব্য : “এক সন্ধ্যাক্ষণে আশ্বিনের বর্ষণে ,”

মওন্তব্য করুন : আলীম (২০০১-২০০৭)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।