স্বেচ্ছা মৃত্যু থেকে পালিয়ে …..

দুটো লাইন লিখব,
একটা তোমাকে নিয়ে, আর একটা-
আমাকে নিয়ে ।

তিন নম্বর লাইন টা হবে ভালোবাসা।

‘জোয়ার-ভাটা, পূর্ণিমা- অমাবশ্যা
আর কখনো মরুভূমির শঠতা !’

কুয়াশা ভেজা ঝিরঝির বাতাসে
কোমল চাঁদের আলো
আর উঠোনের পূব কোণে লেবু তলার অন্ধকারে
মিটমিট জোনাক পোঁকার মৌণ ভালোবাসা..

মাঝে মাঝে নিঃসঙ্গ বাতাসে ঝড় তুলে
দুঃস্বপ্নে আসে মৃত্যুর পরোয়ানা-

আমাকে মরতে দিও না প্রিয়তমা।

…………………………..ডন আলীম/ আগষ্ট ৩১.২০১০।

১,০৫১ বার দেখা হয়েছে

১১ টি মন্তব্য : “স্বেচ্ছা মৃত্যু থেকে পালিয়ে …..”

  1. নূপুর কান্তি দাশ (৮৪-৯০)

    প্রথম লাইন দুটো,
    যেখানে বলা হচ্ছে দুটো বাক্যেরই কথা, অসাধারণ!
    (এরপর মনে হচ্ছিলো আর কিছু লিখবেনা,
    তৃতীয় লাইনে না এসেই বোঝা যাচ্ছিলো ভালোবাসা
    ব্যাপারটা রয়েছে কোথাও)....
    তারপরের লাইনগুলো আরেকটা লেখা হয়ে গেছে,
    বিচ্ছিন্ন....
    ''দুঃস্বপ্নে আসে মৃত্যুর পরোয়ানা"... শুধু 'স্বপ্নে' লিখলেই যেনো ভালো শোনাতো আরো
    মৃত্যুর পরোয়ানা এলে সেটা তো দুঃস্বপ্ন হয়ে যাবে স্বতঃই।

    কিছু বানান:
    মৌণ না, মৌন
    পোঁকা না, পোকা
    অমাবশ্যা না, অমাবস্যা
    পূব না, পুব ( যখন পূর্ব লিখছো তখন আলাদা কথা)

    বানান ভ্রান্তি কিন্তু পাঠকের দৃষ্টিকে বড় পীড়া দ্যায়..
    একটু খেয়াল রেখো...

    জবাব দিন

মওন্তব্য করুন : তন্ময় (২০০৬-২০১২)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।