রাতকে নিয়ে লেখা ১০০ বছর পরের কবিতা….

রাতকে নিয়ে লেখা ১০০ বছর পরের কবিতা….

“সিলভার চাঁদ , চক্রবাতাসের দোলা
মরিচবাতির সাজানো আকাশ
ডিম লাইটের মতো শান্ত আলো
-মনে হয় স্বপ্নের রাত-“…

১,২৬৫ বার দেখা হয়েছে

১৬ টি মন্তব্য : “রাতকে নিয়ে লেখা ১০০ বছর পরের কবিতা….”

  1. রায়েদ (২০০২-২০০৮)

    ভাইয়া আপনার টাইম মেশিনটা ধার দিয়েন ১০০ বছর পরের পৃথিবী থেকে ঘুরে আসব। B-)

    আর যদি একসাথে অনেকে যাওয়া যায় তাহলে ১০০ বছর পরের পৃথিবীতে ১টা সিসিবি গেট টুগেদার করা যায় কিন্তু। 😉

    জবাব দিন

মওন্তব্য করুন : সাবিহা জিতু (১৯৯৩-১৯৯৯)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।