মাফিয়া শাসন

আকাশে কালো মেঘ দেখে
চিৎকার করে উঠল আদম মালিক
-“বৃষ্টি হবে, বৃষ্টি হবে”
তিনশত বিঘা জমি পড়ে আছে রাস্তার ধারে
মঙ্গায় খেয়ে গেছে ধান
টানাটানি পড়েছে চারজনের সংসার

রাজকীয় ডানা মেলে উড়ে উড়ে
মেঘ চলে যায় দূর থেকে দূরে

ট্রান্সকম,বসুন্ধরা,র্র্যাংকস মেঘকেও কিনে নিয়েছে
মানুষ জিম্মি হয়ে আছে
মৃত্যুর খবরও জানতে পারে না
সৃষ্টির খবরগুলো সব সৃষ্টি করা
সকালে দরজার নিচ দিয়ে বার্তা আসে
-রংচং মেখে।

সংবাদপত্র থেকে শুরু করে -জমি
তারপর মেঘকেও কিনে নিয়েছে তারা
বাতাসকেও, মেঘদূতকেও-

বাঘা বাঘা সম্পাদক কিনেছে
নতুন পথের দ্রষ্টা মেধাবীদেরেকেও

তরুণরা এখন গোলাম হওয়ার জন্যই মেধায় ধার দিচ্ছে-
হারিয়ে যাচ্ছে নতুন পথের স্বপ্ন,

একিদিন হয়তো দেশটাই কিনে নেবে তারা
মাফিয়া শাসনে হারিয়ে যাবে গণতন্ত্রের স্বাধীনতা

দেশজুড়ে তখন মঙ্গা হবে
নয়তো দেশটাই ভেসে যাবে বর্ষার প্লাবনে।

আদম মালিকের মতো হাহাকার করবে কোটি কোটি মানুষ
চিৎকার করে মরবে দেশের মানুষ
বসুন্ধরা , ট্রান্সকম তখন চিৎকারকেও কিনে নেবে!!

ডন আলীম/১৪.০৭.২০১০

১,২২০ বার দেখা হয়েছে

১৭ টি মন্তব্য : “মাফিয়া শাসন”

মওন্তব্য করুন : আশহাব (২০০২-২০০৮)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।