……”যন্ত্র মেয়ের মতোই যান্ত্রিক”..

উত্তাল প্রেমের ঢেউগুলো আমার হৃদস্পন্দন থামিয়ে গেছে
মন ভেসে গেছে অকাল প্লাবনে
কাজ নেই আর ভালোবেসে, সুর তুলি ভাটিয়ালী গানে
মরম সাধন খুঁজে ফিরি বেদনার বেশে

শ্যামা মেয়েও হয়ে গেছে যান্ত্রিক
এই যান্ত্রিক নগরে।

যন্ত্র হওয়ার আপ্রাণ চেষ্টায়
পুকুরের টলটলে ঢেউয়ে,গাছের পাতার নাচানাচিতে
জেগে ওঠে মানবিক কবি

আর্তনাদ করে মুষরে পড়ে যন্ত্রের গর্জনে
কালো ধোঁয়ায় মানবিকতা মরে গেছে
কালো মেয়েটিও যান্ত্রিক হয়ে গেছে
মানবিক কবির স্পন্দনগুলো মিশে গেছে বেদনার বিষে.।

………………ধ্রুব মো: আব্দুল আলীম/ ৩১.০৭.১০

৬৯৯ বার দেখা হয়েছে

৬ টি মন্তব্য : “……”যন্ত্র মেয়ের মতোই যান্ত্রিক”..”

মওন্তব্য করুন : আলীম (২০০১-২০০৭)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।