চ্যাম্পিয়ন্স লীগ ফাইনালঃ ফাঁকিবাজি পোস্ট

চ্যাম্পিয়ন্স লীগ ফাইনালে আজ মুখোমুখি হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড আর বার্সিলোনা। আজকের ম্যাচকে বলা যায় সাম্প্রতিক কালের সবচেয়ে প্রতিক্ষিত ফুটবল ম্যাচ। দুঃখজনক ভাবে এখনো সিসিবিতে এর কোন প্রিভিও আসেনি এর ফলে ঠিক মতো চিল্লাফাল্লাও করা যাচ্ছে না। তাই ফাকিবাজি টাইপ এই পোস্টটা দিলাম। আসুন আমরা যারা ম্যান ইউ, বার্সা এবং এন্টি ম্যান ইউ সাপোর্টার আছি তারা আওয়াজ দেই।

কিছু লিঙ্ক দিয়ে দিলাম নিচে…
টিম নিউজ এন্ড স্ট্যাটস
ফার্গুসন এর বক্তব্য
পেপ গার্ডিওলার বক্তব্য
সবচেয়ে ভাল হয় কেউ একজন খেলা শুরুর আগে একটা প্রিভিউ নামাইলে… কেউ কি আছেন ?

৪,৩৭৫ বার দেখা হয়েছে

৮৩ টি মন্তব্য : “চ্যাম্পিয়ন্স লীগ ফাইনালঃ ফাঁকিবাজি পোস্ট”

  1. আহসান আকাশ (৯৬-০২)

    আমি চাই না আজকের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে আমার কুফার কারনে ফলাফল নির্ধারিত হোক, তাই কারে সাপোর্ট দিচ্ছি আপাতত বলতেছি না :grr:

    তবে নিজের টিম মানে বাংলাদেশ, আর্সেনাল এগুলারে সাপোর্ট দিতে গেলেই আমার কুফা লাগে... নিউট্রাল ম্যাচে কিন্তু আমার পারফরম্যান্স ভাল, এবার আইপিএল এ এর ভাল প্রমান পাইছি 😀


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন
  2. আহসান আকাশ (৯৬-০২)

    ফার্গুসনের হেয়ার ড্রায়ার ইউজ করার টাইম হইছে :grr:


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন
  3. আহসান আকাশ (৯৬-০২)

    বার্বাটভও নামছে...

    রুনি-রোনাল্ডো-তেভেজ-বার্বাটভ :-B


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন
  4. এহসান (৮৯-৯৫)

    বারবাটভ নাম্লে রোনাল্ডো উইঙ্গে চলে যাবে। তখন বুস্কেট, জাভি আর ইনিএস্তা আরেকটু ঠান্ডা মাথায় খেললেই অনেক জায়গা পাবে। মেসির মাঝে খেলা উচিত এখন। ফ্রি কিক পাইবো অনেক তাইলে

    জবাব দিন
  5. টু থাউজ্যান্ড সিক্সে বার্সা খেলাইছছিল রোনালদিনহো-ইতো-লারসেন-জুলি রে একসাথে ... মিডফিল্ডে ছিল ইনিয়েস্তা আর ডেকো ... কোন ডিফেন্সিভ মিড ছিল না পুরা সেকেন্ড হাফ ...

    ম্যান ইউর এখনকার লাইনআপ দেখে সেটা মনে পড়লো ...

    জবাব দিন
  6. আহসান আকাশ (৯৬-০২)

    মেসিইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইই


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন
  7. আহসান আকাশ (৯৬-০২)

    স্কোলস নাইমাই বুকড... ম্যান ইউ পাগল হইয়া গেছে :))


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন
  8. আহসান আকাশ (৯৬-০২)

    কেডা জানি কইছিল রেড ডেভিল রকস... আসলেই, বার্সার সামনে ম্যান ইউ খালি পাথরের মত খাড়ায়া ছিল... :)) :))


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন
  9. কামরুল হাসান (৯৪-০০)

    খেলা ভালো হইছে।
    যাই, বাসায় পায়েস রান্না হইছে, খাই গিয়া :clap: :clap:


    ---------------------------------------------------------------------------
    বালক জানে না তো কতোটা হেঁটে এলে
    ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।

    জবাব দিন
  10. আহসান আকাশ (৯৬-০২)

    রোনাল্ডো মনে হয় না এবার আর ম্যান ইউতে থাকবে... তেভেজও যাচ্ছে :thumbup: :thumbup:


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন
  11. আহসান আকাশ (৯৬-০২)

    আজকে সবচেয়ে খুশি মনে হয় প্লাতিনি... ইংলিশ টিম জিততে পারে নাই


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন
  12. সানাউল্লাহ (৭৪ - ৮০)

    পুরাডা দিন মনডা ব্যাজার হইয়া আছিল। কি খেলল এইডা? পইল্লা ১০ মিনিট বাদ দিলে পুরাডা খেলল বার্সা। এই খেলা রাইত জাইগ্যা দেখলাম??

    পরে ফৌজদারহাট যাওয়ার ভাবনায় রাইতে নরমাল হইছি। ম্যান ইউ'র ভ্যাঞ্চাই........ 😡 😡 😡


    "মানুষে বিশ্বাস হারানো পাপ"

    জবাব দিন

মওন্তব্য করুন : কাইয়ূম (১৯৯২-১৯৯৮)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।