বাংলাদেশ vs মায়ানমারঃ লাইভ আপডেট

গত বছর এই ২৮ এপ্রিল তারিখেই কাজী সালাউদ্দিন ও তার কমিটি ফুটবল ফেডারেশনের দায়িত্ব গ্রহন করে। তারপর থেকে সালাউদ্দিনের হাত ধরে অনেক খানি এগিয়েছে ফুটবল। নিয়মিত হয়েছে ঘরোয়া লীগ, হয়েছে কোটি টাকার সুপার কাপ। আর এখন হচ্ছে এএফসি চ্যালেঞ্জ কাপের বাছাই পর্ব। নতুন কোচ ডিডোর অধীনে খেলা প্রথম ম্যাচের পারফরম্যান্স আশাবাদি করে তুলেছে সবাইকে। আজ ২য় ম্যাচে তারা খেলবে মায়ানমারের সাথে। এ ম্যাচে জিততে পারলে এএফসি চ্যালেঞ্জ মূল পর্বে খেলা অনেকটাই নিশ্চিত হয়ে যাবে। কারন বাংলাদেশের শেষ ম্যাচ দূর্বল ম্যাকাও এর বিপক্ষে। তবে আজ ড্র করলেও বাংলাদেশের মূল পর্বে খেলার সম্ভাবনা উজ্জ্বল থাকবে। ম্যাকাওকে শেষ ম্যাচে হারাতে পারলে ৭ পয়েন্ট নিয়ে সেরা রানার্স আপ হয়ে মূল পর্বে খেলতে পারবে বাংলাদেশ।

উইনিং কম্বিনিশন বজায় রাখতে অপরিবর্তিত দল মাঠে নামানোর কথা বলেছেন ডিডো, এমিলি ও রবিন এখনো ১০০% ফিট না হওয়ায় তারা বেঞ্চে থাকবে। প্র্যোজনে তাদেরকে মাঠে নামানোর পরিকল্পনা আছে ডিডোর। অপরদিকে মায়ানমার অপেক্ষাকৃত তরুনদের নিয়ে এবারের দল গড়েছে, প্রথম ম্যাচে তারা ম্যাকাওকে হারিয়েছিল ৪-০ গোলে।

খেলা চলাকালে লাইভ আপডেট দেবার চেস্টা করব, যদি বিদ্যুত বিভাগ সহায়তা করে।

২,৩৫৭ বার দেখা হয়েছে

৩৫ টি মন্তব্য : “বাংলাদেশ vs মায়ানমারঃ লাইভ আপডেট”

  1. আহসান আকাশ (৯৬-০২)

    খেলার ১ম মিনিটেই পেনল্টি খেয়েছিল বাংলাদেশ... আমিনুল সেভ করেছে।


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন
  2. আহসান আকাশ (৯৬-০২)

    প্রথমার্ধের খেলা শেষ, বাংলাদেশ ১-০ গোলে এগিয়ে আছে। গোল করার পর বাংলাদেশ অনেকটাই ছন্দ হারিয়ে ফেলে, সেই সুযোগে মায়ানমার কিছুটা চাপিয়ে খেলা চেস্টা করে তবে তেমন কোন সুযোগ তৈরী করতে তারা।


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন
  3. আহসান আকাশ (৯৬-০২)

    বার পোস্ট বাচিয়ে দিল বাংলাদেশকে... আমিনুল পরাস্ত হয়েছিল কিন্তু পোস্টে লেগে বল ফিরে আসে।


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন
  4. আহসান আকাশ (৯৬-০২)

    গোল... মিয়ানমার খেলায় সমতা ফিরিয়ে নিয়ে আসল... দ্বিতীয়ার্ধের ২৫ মিনিটে গোল হল।


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন
  5. আহসান আকাশ (৯৬-০২)

    আরেকটি সুযোগ পেয়েছিল মায়ানমার, আমিনুল ভালো সেভ করেছে।


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন
  6. আহসান আকাশ (৯৬-০২)

    গোল... এগিয়ে গেল মায়ানমার প্রথম প্রচেস্টায় ভাল সেভ করেছিল আমিনুল, কিন্তু সেটা গিয়ে পড়ে মিয়ানমারের ফাইসুল এর পায়ে... আর ১০ মিনিটের খেলা বাকি আছে...


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন
  7. আহসান আকাশ (৯৬-০২)

    ~x( ~x( ~x(

    বিটিভি এই সময়ে দেখানো শুরু করেছে 'ফিরে দেখা' গত জোট সরকারের আমলের যত খারাপ হয়েছে তার উপর প্রামান্য অনুষ্ঠান
    x-( x-( x-( x-(


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন
  8. আহসান আকাশ (৯৬-০২)

    ২-১ গোলে হেরে গিয়েছে বাংলাদেশ... চূড়ান্ত পর্বে খেলতে হলে পরের ম্যাচে ম্যাকাওকে ৫-০ গোলে হারাতে বাংলাদেশকে।


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন
  9. এহসান (৮৯-৯৫)

    আকাশ কুফা। 🙁

    আহসান আকাশ (৯৬ - ০২) বলেছেন:
    ডিসেম্বর ৩১, ২০০৮ ‌, ১:৩৬ অপরাহ্ন
    আমি নিজেই কথাটা বলতে চাচ্ছিলাম, তুমি আগেই বলে দিলা, আসলেই মনে হচ্ছে আমি কুফা। 😡
    [জবাব দিন ]

    জবাব দিন
  10. আহসান আকাশ (৯৬-০২)

    বাংলাদেশের চূড়ান্ত পর্বে ওঠার সমিকরন সম্পর্কে একটা ভুল তথ্য দিয়েছিলাম বলে দুঃখিত। শ্রেষ্ঠ রানারআপ নির্বাচনে গ্রুপের চতুর্থ দলের সাথে খেলার ফলাফল কাউন্ট হবে না এটা জানতাম না। সে ক্ষেত্রে অন্য গ্রুপের মধ্যে এখন ২য় তে আছে মালদ্বীপ, তাদের পয়েন্ট ৩, গোল ব্যবধান -১ (৪র্থ ভুটানের সাথে তারা জিতেছিল ৫-০ গোলে, সে হিসেবেই আগে বলেছিলাম বাংলাদেশের ৫-০ গোলে জিততে হবে) তাই আজ যদি ১ম ম্যাচে মায়ানমার কম্বোডিয়াকে হারিয়ে দেয় বা খেলা ড্র হয় তাহলে যেকোন ব্যবধানে জিতলেই বাংলাদেশ পরের পর্বে চলে যাবে, আর কম্বোডিয়া জিতে গেলে সেক্ষেত্রে গোল ব্যবধানের হিসাব হবে।


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন
  11. আহসান আকাশ (৯৬-০২)

    মায়ানমার ১-০ গোলে কম্বোডিয়াকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে। এখন বাংলাদেশ ম্যাকাওয়ের সাথে জিতলেই চূড়ান্ত পর্বে খেলতে পারবে, ড্র হলেও খুব সম্ভবত পারবে, একটু কনফিউশন আছে...


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন
  12. আহসান আকাশ (৯৬-০২)

    ম্যাকাওকে ৩-০ গোলে হারিয়েছে বাংলাদেশ, জাহিদ করেছে ২ গোল আর মামুন করেছে ১টি ।


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন

মওন্তব্য করুন : কাইয়ূম (১৯৯২-১৯৯৮)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।