ডাবল ক্যাডেট নম্বর এবং joining এর আগেই out

আমরা যারা ৯৬ এ কলেজে জয়েন করেছি তারাই মনে হয় ২ টা করে ক্যাডেট নং এর মালিক( সবাই না)। আমাদের ব্যাচ থেকেই নিয়ম হয় যে কেও দুই বার ভর্তি পরিখখা ( কিভাবে লেখে? ) দিতে পারবে না। তাই যারা finnaly chance পেয়েছিল তাদের মধ্যে যারা 2nd timer ছিল তাদের কে out করে দেয়া হয় ( কলেজে আসার আগেই 😀 ) বরিশাল এ আমরা select হয়েছিলাম ৫২ জন।ভর্তিও হয়েছিল ৫২ জন। joining er দিন শুনলাম ১২ জন already out হয়ে গিয়েছে।তাদের কে joining এর কয়েক দিন আগে জানিইয়ে দেয়া হয় যে তাদের কে out করা হয়েছে। অন্যান্য কলেজেও একি ঘটনা ঘটেছিল। আমার ক্যাডেট নং ছিল ৯৬০, হয়ে গেল ৯৫৪।
এর ফলে কিছু কিছু ক্যাডেট এর বেশ problem হয়েছিল। যারা বাসা থেকে আসার আগে তাদের সব কিছুতে চিরস্থায়ী ভাবে ক্যাডেট নং লিখে নিয়ে এসেছিল(including undi…. 😉 )

২,০২২ বার দেখা হয়েছে

১৭ টি মন্তব্য : “ডাবল ক্যাডেট নম্বর এবং joining এর আগেই out”

  1. তৌফিক (৯৬-০২)

    আমার ১৮৭১ ছিল, হয়া গেল ১৮৫৯। 🙁

    দুঃখু পাইছিলাম অনেক। প্রথম ক্যাডেট নাম্বার পায়া ভাবছিলাম স্বাধীনতা যুদ্ধের সাথে একটু হইলেও মিল আছে, ১০০ বছর আগে এই যা।

    জবাব দিন
  2. মাসরুফ (১৯৯৭-২০০৩)

    বস কইলেন না তো আপনে জাহাঙ্গীর কোম্পানিতে কুন নামে ছিলেন।৩ মাস কাটাইছি, আপনেরে না চিনোনের তো কুনু কারণ দেখিনা... 🙁 আমার নাম ছিল জিসি তাহসিন(বৃক্ষ)।

    জবাব দিন
  3. মুহিব (৯৬-০২)

    না রে আহসান । আমাদের কলেজে যারা out হয়েছিল, তাদের সেই শূণ্যস্হান কেউ পূরণ করেনি । সেই ক্যাডেট নাম্বারগুলো সবসময় ছিল, কিন্তু ক্যাডেটগুলো ছিল না।

    জবাব দিন
  4. সাব্বির (৯৫-০১)

    আরে আজাদ!!!!
    কি খবর? তুমি আর্মিতে এইটা তো খেয়াল নাই 😕 ।
    মনে আছে ক্লাস সেভেন এ থাকতে বলতা যে,
    বেষ্ট টার্ন আউট তো হইতে চাই কিন্তু সাইজ খারাপ :)) :))
    এখনও মনে আছে নভিসেস প্যারেডের আগে তোমার জুতা পালিশ নিয়া বিরাট বিপদের মধ্যে পড়ছিলাম।

    জবাব দিন
  5. কামরুলতপু (৯৬-০২)

    আমাদেরো ক্যাডেট নাম্বার চেঞ্জ হয়নাই। সবার ক্যাডেট নাম্বারের মাঝে মাঝে কিছু কিছু ফাঁকা থাকত। আমরা ওদের নিয়ে কত চিন্তা করতাম। ওরা কখনো জানল না আমরা ওদেরকেও নিজেদের একজন মনে করতাম।

    জবাব দিন

মওন্তব্য করুন : সাব্বির (১৯৯৫-২০০১)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।