সুপার কাপঃ ফাইনাল আবাহনী ০ – ১ মোহামেডান

সুপার কাপ চ্যাম্পিয়ন হলো মোহামেডান। চিরপ্রতিদ্বন্দি আবাহনীকে ১-০ গোলে হারিয়ে তারা চ্যাম্পিয়ন করে।

প্রথমার্ধের খেলা শেষ, মোহামেডান এগিয়ে আছে ১-০ গোলে।২৩ মিনিটে বুকালোর পাস থেকে গোল করে মোহামেডানকে এগিয়ে দিয়েছে গডউইন। খেলার মানেও তারা এগিয়ে আছে। আবাহনী স্বভাবতই জয় ও প্রাণতোষের অভাব অনুভব করছে। খেলা অধিকাংশ সময়ে মোহামেডানের হাফে হলেও আবাহনী পরিকল্পিত কোন আক্রমন রচনা করতে পারছে না। অপরদিকে মোহামেডানের ডিফেন্স অত্যন্ত গোছালোভাবে খেলছে, এমিলি, এমেকা, ইব্রাহিম সবসময়ই কড়া মার্কিং এর মধ্যে রয়েছে।

কোটি টাকার সুপার কাপের স্বপ্নের ফাইনালে মুখোমুখি হয়েছে চিরপ্রতিদ্বন্দি আবাহনী ও মোহামেডান।
টুর্ণামেন্টের আগের ম্যাচ গুলোর পারফরমেন্স বিবেচনা করলে আবাহনীকে ফেভারিট মানতে হবে, তবে আজ তারা পাচ্ছে না মিডফিল্ডের জয় ও প্রাণতোষকে, এর প্রভাব আজ আবাহনীর ম্যাচে ভাল ভাবেই পড়বে। অন্যদিকে মোহামেডানে ফিরে এসেছে গত ম্যাচ মিস করা গোল মেশিন বুকালো। এ কারনে কাউকেই পরিষ্কার ফেভারিট বলা যাচ্ছে না।

আজকে খেলা পরিচালনা করছে ইরানি রেফরিরা। মূল রেফারি ও লাইন্সম্যান তিনজনই ইরানি।

৫,২০০ বার দেখা হয়েছে

৯০ টি মন্তব্য : “সুপার কাপঃ ফাইনাল আবাহনী ০ – ১ মোহামেডান”

  1. আহসান আকাশ (৯৬-০২)

    আবাহনী জয় আর প্রাণতোষকে মাঝমাঠে ভালই মিস করছে... আর মোহামেডানের ডিফেন্সের ম্যান টু ম্যান মার্কিং এ এমেকা আর এমিলি স্পেসই বের করতে পারছে না।


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন
  2. আহসান আকাশ (৯৬-০২)

    প্রথমার্ধের খেলা শেষ... আবাহনী ০ - মোহামেডান ১


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন
  3. কাইয়ূম (১৯৯২-১৯৯৮)

    চৌধুরি জাফরুল্লাহ শরাফত, খোদা বক্স মৃধা আর আসলাম ব্যাপক ডিস্টার্ব দিতাছে 😡 ডেফিনেটলি ডেফিনেটলি বলতে বলে কিযে আরম্ভ করছে x-(

    তবে খুব একটা খারাপ লাগতাছেনা অবশ্য 😀 আরো একটা গোল দিয়া দিতে পারলে :thumbup:


    সংসারে প্রবল বৈরাগ্য!

    জবাব দিন
  4. আহসান আকাশ (৯৬-০২)

    সম্ভাবনাময় সুযোগ মিস করল এমেকা... গোলকিপারকে কাটিয়েও বারের উপর দিয়ে মারল x-(


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন
  5. আহসান আকাশ (৯৬-০২)

    অসাধারন এক সেভ করে মোহামেডানকে বিপদমুক্ত করল আমিনুল


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন
  6. আহসান আকাশ (৯৬-০২)

    আরেকটি সুযোগ নষ্ঠ করল আবাহনী... গোল মিসের মহড়া শুরু করছে এরা x-( x-( x-(


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন
  7. আহসান আকাশ (৯৬-০২)

    আবারো... গোল লাইন থেকে বল ঠেকিয়ে দিছে মোহামেডানের ডিফেন্ডার...


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন
  8. আহসান আকাশ (৯৬-০২)

    অভিনন্দন মোহামেডান... সুপার কাপ চ্যাম্পিয়ন হওয়ার জন্য। :clap: :clap: :clap:


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন
  9. আহসান আকাশ (৯৬-০২)

    পুরো ম্যাচে একটাই সুযোগ তৈরী করে আর সেটাই কাজে লাগিয়ে ম্যাচ বের করে নিল মোহামেডান। আমিনুলের জন্যই এই শিরোপা জিতল মোহামেডান, ওকে সেরা খেলোয়ার আর সেরা গোলরক্ষক দুটোই দেওয়া উচিত।


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন
  10. সানাউল্লাহ (৭৪ - ৮০)

    আমি তো হাসতেই আছি :)) :)) :))

    রকিব সবাইরে চা-কফি-পেপসি; যে যেইডা চায়।
    আর বেশি কিছু মানে কেক-মিস্টি চাইলে অফিসে চইলা আসো।

    মমতাজের গলায় আমি গাইতাছি
    বুকটা ফাইট্টা যায়,
    শেখ হাসিনার বুকটা ফাইট্টা যায়..........

    বেচারি কেন যে মাঠে গেল??


    "মানুষে বিশ্বাস হারানো পাপ"

    জবাব দিন
  11. আহসান আকাশ (৯৬-০২)

    আহারে কতদিইইইইইইইইইইন পর মোহামেডান একটা ট্রফি জিতল।


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন
  12. আহসান আকাশ (৯৬-০২)

    শেষ পর্যন্ত আবাহনী মোহামেডান নয়, জিতেছে ফুটবল

    (ক.রা. খোদা বক্স মৃধা )


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন
  13. সানাউল্লাহ (৭৪ - ৮০)

    হাসিনার উক্তি : খেলায় হারজিত আছেই!! আকাশ মাইন্যা নাও!!

    বেচারা জিল্লুররে বঙ্গভবনে ফেরত পাঠাইয়া আবাহনীরে ট্রফি দিতে আইছিল! আবাহনী জিতলে কইতো আমার ভাইয়ের প্রতিষ্ঠিত দল জিতেছে!!


    "মানুষে বিশ্বাস হারানো পাপ"

    জবাব দিন
  14. আহসান আকাশ (৯৬-০২)

    আমাদের প্রধানমন্ত্রী সকল দর্শকদের সংগ্রামী শুভেচ্ছা জানিয়েছে


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন
  15. ফয়েজ (৮৭-৯৩)

    :-B

    এইগুলা সব আগের সরকারে ষড়যন্ত্র, এই সরকার নতুন তো, এখনো সব ষড়যন্ত্র বুঝে উঠতে পারে নাই।

    যাইহোক, মোহামেডান, উয়েল্ডান, উয়েল্ডান......... :salute:


    পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না

    জবাব দিন
  16. আহসান আকাশ (৯৬-০২)

    সেরা রেফারিঃ আব্দুল হান্নান মিলন
    সেরা গোলরক্ষকঃ আমিনুল( মোহামেডান)
    সেরা খেলোয়াড়ঃ এমিলি (আবাহনী)


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন
  17. আহসান আকাশ (৯৬-০২)

    ফুটবলে আমি যেই টিমরেই সাপোর্ট করি সবারই একি সমস্যা। খেলে ভাল কিন্তু...(যদিও আবাহনী অনেএএএএক দিন পর ধরা খাইল...

    আর্সেনালের একই সমস্যা ( তাও ভাল মাঝে মাঝে কিছু জিতে) আর হল্যান্ড এত্তো ভাল একটা টিম... জিততে পারল না কিছুই এখনো...


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন
    • মাসরুফ (১৯৯৭-২০০৩)

      আকাশ দা কি মুনে করাই দিলেন গো দাদা...আমি যুদিও আখনো অফসাইড কারে কয় সেইটাই ভালমত বুঝি না কিন্তু হল্যান্ডের খেলা কুনুদিন মিস দেই না এট্টা বিশেষ কারণে...আমার জীবনের পরথম যাস্ট ফেরেন্ড ছিল হল্যান্ডের...মেহেদীরংগা চুল আর দীঘির জলের মত কালো চোখ...আমাদের বাসার তিন তালায় থাকত...চইলাআ যাওয়ার সোময় আমি উরে কষ্ট পাইছিলাম...কেলাস ইলেভেনে থাকতে বাংলাদেশে আইছিল...আমার বাসায়...আমি তখন কলেজে... :(( আমার ছুডু ভইনের মতে "পরীর মত সোন্দর হইছে নাকি...

      হল্যান্ডের সবচে জনপ্রিয় খেলা ফুটবল(ওই হালারা নাকি সকার কয়...)...কাজেই,যখনি হল্যান্ডের খেলা দেখি তখনি মনে হয় পৃথিবীর আরেক প্রান্তে একই সময়ে আরেকজন খেলা দেখতেছে আর আমারি মত চিয়ার করতেছে... 🙁

      হল্যান্ড বিশ্বকাপ না জিতায় ফিফার ব্যাঞ্চাই x-(

      জবাব দিন
  18. সানাউল্লাহ (৭৪ - ৮০)

    আর আমার কম্বিনেশন : মোহামেডান, ম্যান ইউ (পুত্রের কারণে, আগে অল রেড ছিলাম), রিয়েল মাদ্রিদ এবং ব্রাজিল...................... 😀 😀 😀


    "মানুষে বিশ্বাস হারানো পাপ"

    জবাব দিন
  19. শরাফাত ভাই যা কইছেন আজকে। মাশাল্লাহ! সুর্য ডুবতাছে দেইখা তিনি কইছেন পুব আকাশে লাল সুর্য :)) :)) :)) সুর্য কবে থেইকা পুর্ব দিকে ডুবা শুরু করলো বুঝলাম না

    জবাব দিন
  20. মোস্তফা (১৯৮৮-১৯৯৪)

    মনে আছে আমরা কলেজে খেলতাম আবাহনি Vs মোহামেডান। কোথায় সেই দিন গুলো। যারা বুয়েটের তাদের জানানোর জন্য বলছি, মোহামেডান এর কোচ মারুফ ভাই আমাদের বুয়েটের একজন ফিজিকাল ইন্সর্টাক্টর। আমি যখন বুয়েটে খেলতাম, তখন উনি আমাদের কোচিং করাতেন। উনি মনে হয় এখনো বুয়েটে আছেন। অভিনন্দন মারুফ ভাই। অভিনন্দন মোহামেডান। অভিনন্দন সালাউদ্দিন। অভিনন্দন বাংলাদেশ ফুটবল।

    জবাব দিন
  21. হাসান (১৯৯৬-২০০২)

    মনে হইতেছে সিসিবিতে আমি ই শুধু মাঠে গেছিলাম খেলা দেখতে :awesome:
    ৫টা থেকে অফিস, জানতাম ঝাড়ি খাব, তবুও গেছি :guitar: বলেন ক্যাডেট ছাড়া এমন স্পিরিট কার আছে? :hatsoff: আর আমার দল জিতছে :awesome: দেরিতে আসার জন্য এখনো (রাত সোয়া একটা) অফিসে, কিন্তু আমার একটুও খারাপ লাগতেছে না :guitar:

    জবাব দিন
  22. আহসান আকাশ (৯৬-০২)

    ক্রিকেটে তো হ্যাট্রিক চ্যাম্পিয়ন হলো... একটু ব্যস্ত ছিলাম আর ক্রিকেটে আমার আগ্রহ একটু কম। তবে আবাহনী যে চ্যাম্পিয়ন হবে তা লীগ শেষ হবার ৬/৭ ম্যাচ আগেই মোটামোটি নিশ্চিত হয়ে গিয়েছিল, এ জন্য চ্যাম্পিয়নশীপ নিয়ে উত্তেজনা ছিলনা বললেই চলে। এরপর থেকে আর মিস করব না।


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন

মওন্তব্য করুন : আরমান (৯৭-০৩)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।