বাংলায় কথা কই

অনেক অনেক বছর আগে যখন সিসিবিতে টুকটাক লেখালেখি করতাম তখন প্রায়ই একটা আফসোস করতাম, মুখের কথা কেন স্বয়ংক্রিয়ভাবে টাইপ হয়ে যায় না। এত বছর পরে এসে google মহাশয় আশা পূরণ করেছে। আমাদের জিহাদের কাছ থেকে জি বোর্ড এর খবর পেলাম। মনে হলো এই উপলক্ষে সিসিবিতে কিছু লেখা থুক্কু কথা বলা যায়।

চূড়ান্ত আলসেমির এই পোষ্টের মূল উদ্দেশ্য বহু পুরনো একটা আশা পূরণ আর সেইসাথে আমার মত নিতান্ত আলসেদের জি বোর্ডের ব্যাপারে জানান দেয়া। সেই সাথে সিসিবিতে এই সুযোগে একটু আওয়াজ দিয়ে যাওয়া।

ভালো থাকুন, লেখালেখি না করলেও অন্তত কথা বলুন।

শুভেচ্ছা।

দ্রষ্টব্য

G Board এর খোজ পাবেন এখানে। এ লেখাটির ৯৯% মুখে বলা।

৫,৪২১ বার দেখা হয়েছে

১টি মন্তব্য “বাংলায় কথা কই”

মওন্তব্য করুন : আহমদ (৮৮-৯৪)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।