বাক্য সংকলন

(ফেসবুক থেকে স্বেচ্ছা নির্বাসনে আছি বেশ কিছুদিন যাবত। দুএক বাক্যের চিন্তাগুলো তাই এখন ব্লগেই প্রকাশের সিদ্ধান্ত নিলাম।)

* হুইল চেয়ার চালানো একটা আর্ট। গত এক সপ্তাহে শুধুমাত্র এর ক,খ,গ,ঘ পর্যন্ত আয়ত্ব করতে পেরেছি। (কামনা করি কারো যেন এটা আয়ত্বে আনার প্রয়োজন না হয়)

* ছোট বেলায় পাঠ্যবই এ পড়ার কারনে বা অন্য যে কারনেই হোক টমাস আলভা এডিসন আমাদের কাছে খুব পরিচিত নাম কিন্তু সে তুলনায় নিকোলা টেসলা একেবারেই অপিরিচিত। টেসলা সম্পর্কে যত জানছি (বেশ অল্পই এখন পর্যন্ত) ততই চমতকৃত হচ্ছি।

* ভারতীয় ক্রিকেট সমর্থকদের আচার আচরণ সব সময় অপছন্দ করে এসেছি কিন্তু দুঃখ এবং হতাশা নিয়ে আমাদের সমর্থকদের একটা অংশের ভিতরেও একই আচরণ গড়ে উঠতে দেখছি।

* টিভি বিজ্ঞাপন এমন অবস্থায় গিয়েছে যে বয়োজ্যেষ্ঠ বা বয়োকনিষ্ঠদের সাথে বসে বিস্কুট চকলেটের বিজ্ঞাপনও দেখার উপায় নেই।

* বাংলালিংকের বিজ্ঞাপনে অর্ণবের কন্ঠে ‘তুমি মিশেছো মোর দেহের সনে, তুমি মিলেছো মোর প্রাণে মনে’ এ দুই লাইন কমপক্ষে কয়েক শতবার শোনা হয়েছে। কিন্তু এখনো প্রতিবার শুনলেই শরীরের লোম দাড়িয়ে যায়। ওর কন্ঠে পুরো গানটা না শুনতে পারার পুরোনো আফসোসটা এখনো রয়ে গিয়েছে। (  )

শুভেচ্ছা।

৯ টি মন্তব্য : “বাক্য সংকলন”

  1. সামিউল(২০০৪-১০)

    **আমিও কামনা করি কারো যেন এটা(হুইলচেয়ার) আয়ত্বে আনার প্রয়োজন না হয়।
    এখন আপনার শরীর কেমন??

    **টেসলা আসলে অনেকদিক দিয়েই এডিসনের চেয়ে বেশি কিছু করেছেন। তবে তার নাম একটু কম পরিচিত আমাদের কাছে।


    ... কে হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালবাসে!

    জবাব দিন
  2. নাফিস (২০০৪-১০)

    নোলান এর দ্যা প্রেস্টিজে টেসলা - এডিসন এর বিরোধ নিয়ে কিছু জিনিস আছে। টেসলা আসলেই বিশাল জিনিয়াস ছিল...
    আর সমর্থক গোষ্ঠীর ব্যাপারটা নিয়ে একমত। নিজেদের ব্যাপারগুলো নিয়ে কেউ ভাবেনা 🙁

    জবাব দিন
  3. রাজীব (১৯৯০-১৯৯৬)

    আমি জানি না খেলা নিয়ে কি হচ্ছে, তবে বাঙালদের রাগ কি হবে না!!!


    এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ

    জবাব দিন
    • আহসান আকাশ (৯৬-০২)

      ক্রিকেট ফ্যানদের নিয়ে আমার এই অবজারভেশন বেশ পুরোনো, গত ম্যাচের রিএকশন কি হইছে আমি নিজেই জানি না। টিভি, পত্রিকা, ফেসবুক থেকে দূরে আছি।


      আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
      আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

      জবাব দিন

মওন্তব্য করুন : রাজীব (১৯৯০-১৯৯৬)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।