একটি ফেসবুক স্ট্যাটাস

মহানবী হজরত মোহাম্মদ (সঃ) এর জীবনী আলোচনায় দুটো ঘটনা প্রায় সবসময়ই উঠে আসে, একটি হলো তায়েফে পাথরের আঘাতে রক্তাত্ত হয়েও তাকে আঘাতকারী মানুষদের জন্য আল্লাহর কাছে হেদায়েত চাওয়া আর এক ইহুদি মহিলা যে কিনা পথে কাঁটা বিছিয়ে রাখতো, একদিন পথে কাঁটা না দেখে মহানবী (সঃ) এর ঐ মহিলার খোঁজ নিতে যাওয়া।

এরকম সহনশীল একজনের জন্য কোনটা বেশি অপমানকর? তাকে ব্যঙ্গ করে আঁকা কিছু কার্টুন নাকি তার নাম ভাঙ্গিয়ে মানুষ হত্যা করা?
ধিক্কার তাদেরকে যারা এভাবে মানুষ হত্যা করতে পারে, আল্লাহ আকবর বলতে বলতে আহত হয়ে রাস্তায় পড়ে থাকা একজন মানুষকে গুলি করে মৃত্যু নিশ্চিত করতে পারে, সেই সাথে তাদেরকে যারা মনে মনে ভাবছে The french deserved it.

৯৯০ বার দেখা হয়েছে

৫ টি মন্তব্য : “একটি ফেসবুক স্ট্যাটাস”

  1. মাহমুদ (১৯৯০-৯৬)
    এরকম সহনশীল একজনের জন্য কোনটা বেশি অপমানকর? তাকে ব্যঙ্গ করে আঁকা কিছু কার্টুন নাকি তার নাম ভাঙ্গিয়ে মানুষ হত্যা করা?


    There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx

    জবাব দিন
    • মাহমুদ (১৯৯০-৯৬)

      অমুসলিমদেরকে হত্যা করা ত' দূরের কথা, এমনকি অযথা তর্ক করাও নিষেধ। কয়েকদিন আগে একটা সূরার বঙ্গানুবাদে পড়লাম যে, তাদেরকে এমন কোন কথাও বলা যাবে না যাতে তারা আল্লাহর নামে আজেবাজে কথা বলায় উৎসাহিত হয়। দেশের/সমাজের প্রচলিত আইন+বিচার ব্যবস্থার বাইরে গিয়ে মানুষ হত্যা অবশ্যই কঠিন অপরাধ।

      আমাদের দূর্ভাগ্য যে আমরা এখন এমন এক সমাজে বসবাস করছি যেখানে মন্দসমূহের মাঝে অপেক্ষাকৃত কম মন্দটা বেছে নিতে হয়। ভালো একেবারেই বিতারিত। সারা দুনিয়ার মানুষ এখন ব্যস্ত 'ব্যঙ্গ-কার্টুন' আর 'টেররিষ্টদের হত্যা'র মধ্যে কোনটা কম মন্দ, অতএব গ্রহনযোগ্য! অথচ আদতে দুটোই মন্দ, এবং পরিত্যাজ্য।

      আফসোস!


      There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx

      জবাব দিন
  2. মোকাব্বির (৯৮-০৪)

    কবি বলেছেন, "let there be fight!"

    বিবলিকাল রেফারেন্স নিয়া রসিকতা apart, এই লেখাটা পড়ে নতুন এক দৃষ্টিভঙ্গী পেলাম। চোখ বুলিয়েছি। এসব পড়তে আর ভালো লাগে না। ধর্মকর্মে আগ্রহ কম তাই মন্তব্য করতেও চাই না। বেঁচে থাকুক ধর্ম। গুলিবিদ্ধ হোক, জ্বলে পুড়ে যাক মানবতা! :gulli:


    \\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
    অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\

    জবাব দিন

মওন্তব্য করুন : সাইফুল

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।